স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ও সায়নী ঘোষ মুখোমুখি, গণনার আগের দিন কী শলা-পরামর্শ হল?
Speaker Biman Banerjee and Sayani Ghosh face to face, what advice was given on the day before counting?

The Truth Of Bengal : বারুইপুর : গননার আগে খোশ মেজাজে দেখা গেল যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষকে। সঙ্গে ছিলেন বারুইপুর পশ্চিম বিধানসভার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ও বারুইপুর পশ্চিম বিধানসভার দলীয় নেতা কর্মীরা। সোমবার বিকেলে বারুইপুর কাছারি বাজার সংলগ্ন একটি পার্কে ফুরফুরে মেজাজে দেখা গেল যাদবপুরের তৃণমূল প্রার্থীকে। জেতার ব্যাপারে একশো শতাংশ আশাবাদী।
পাশাপাশি বিভিন্ন চ্যানেলের এক্সিট পোল কে কটাক্ষ করেন করেন, তারকা প্রার্থী সায়নি ঘোষ ও অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় কর্মীদের গণনা কেন্দ্রে শেষ পর্যন্ত থাকার নির্দেশ ও পর্যবেক্ষক নিয়োগকে সঠিক বলেই দাবি করেছেন প্রার্থী সায়ণী ঘোষ ও অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। ভাঙড়ে যাদবপুর কেন্দ্রে জেতার পরে ভাঙ্গরে শান্তির পরিবেশ আনার আশ্বাস দেন তৃণমূল প্রার্থী। ভোট পরবর্তী হিংসা নিয়ে অধ্যক্ষ বলেন, মিডিয়া বাড়াবাড়ি করছে ছোট কিছু ঘটনা নিয়ে। যদিও ভোট পরবর্তী হিংসা হওয়া কাম্য নয় বলেও জানান তিনি।।