কলকাতারাজ্যের খবর

পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্য হলেন সোনালী চক্রবর্তী ব্যানার্জি

Sonali Chakraborty Banerjee is the new Vice-Chancellor of West Bengal State University

Truth of Bengal: পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সোনালী চক্রবর্তী ব্যানার্জি। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে, সোনালী চক্রবর্তী ব্যানার্জি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দীর্ঘদিন ধরে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর দক্ষ নেতৃত্ব এবং প্রশাসনিক অভিজ্ঞতার জন্য তিনি শিক্ষাজগতে সম্মানিত ব্যক্তিত্ব।

রাজ্যের পরামর্শক্রমে রাজ্যপাল তাঁকে পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ করেন। শিক্ষাক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা এবং নতুন দৃষ্টিভঙ্গি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং কর্মীরা তাঁর এই নিয়োগে আনন্দ প্রকাশ করেছেন এবং নতুন দায়িত্বে তাঁর সফলতা কামনা করেছেন।

Related Articles