পারিবারিক অশান্তির জেরে বাবার হাতে খুন ছেলে, চাঞ্চল্য বনগাঁয়
Son killed by father over family dispute, stirs up panic in Bangaon

Truth of Bengal: পারিবারিক অশান্তির জেরে ছেলেকে খুনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। শনিবার সকাল থেকে এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার বনগাঁ পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের মিলনপল্লি এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম আশিস বিশ্বাস (৩০)। শুক্রবার রাতে তাঁর মা দীপালি বিশ্বাস বাড়ি ফিরে দেখেন, আশিস রক্তাক্ত অবস্থায় বাড়ির সামনে পড়ে আছেন। চিৎকার-চেঁচামেচি শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। আশিসকে দ্রুত বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জানান, তিনি আগেই মারা গেছেন।
মৃতের মায়ের অভিযোগ, আশিসকে খুন করেছেন তাঁর বাবা অমল বিশ্বাস। তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় বাবা-ছেলের মধ্যে ঝগড়া হয়েছিল। সেই সময় অমল বিশ্বাস আশিসের মাথায় ইট দিয়ে আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় ছেলেকে ফেলে রেখে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান।
দীপালি বিশ্বাস আরও জানান, তাঁর স্বামীর মানসিক সমস্যা ছিল, পাশাপাশি বাবা-ছেলে দুজনেই নেশায় আসক্ত ছিলেন। তিনি বলেন, “বাপ-ছেলে দু’জনেই নিয়মিত নেশা করত। প্রায়ই ঝগড়া লেগে থাকত। গতকাল সন্ধ্যায় ছেলে বাড়িতে ছিল। আমি বাইরে গিয়েছিলাম। ফিরে এসে দেখি, রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।”
এলাকার বাসিন্দাদের অভিযোগ, মিলনপল্লি এলাকায় মাদকদ্রব্যের রমরমা ব্যবসা চলছে। মদ, গাঁজা, হেরোইনসহ বিভিন্ন নেশার সামগ্রী এখানে সহজলভ্য। মাদক ব্যবসা এবং নেশা নিয়ে প্রায়ই এলাকায় অশান্তি হয়। একাধিকবার প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
বনগাঁ পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চিরঞ্জিৎ বিশ্বাস এই ঘটনায় দুঃখপ্রকাশ করে বলেন, “আমরাও বহুবার প্রশাসনকে জানিয়েছি, কিন্তু নেশার ব্যবসা বন্ধ করা যায়নি। আমরা চাই, সাধারণ মানুষের দাবিমতো এলাকায় সমস্ত নেশাজাতীয় দ্রব্যের বিক্রি বন্ধ হোক।”
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্ত অমল বিশ্বাসকে খুঁজে বের করার চেষ্টা চলছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানোর দাবি উঠেছে।