সন্তানকে দেখতে না দেওয়ায় স্ত্রী – শাশুড়িকে মারধর, গ্রেফতার জামাই
Son-in-law arrested for beating wife and mother-in-law for not allowing them to see their child

Truth Of Bengal: সন্তানকে দেখতে না দেওয়ায় স্ত্রী ও শাশুড়িকে মারধোরের অভিযোগ জামাই ও তার প্রেমিকার বিরুদ্ধে। এলাকার মহিলারা মিলে প্রেমিকাকে মারধোর করে। খড়দহের কল্যাণনগর এলাকায় উত্তেজনা। অভিযুক্ত জামাইকে গ্রেফতার করলো রহড়া থানার পুলিশ।
২০১৪ সালে খড়দহ কল্যাণনগর এলাকার বাসিন্দা চুমকি দাসের সঙ্গে বিয়ে হয় বেলঘরিয়ার বাসিন্দা অরিন্দম ঘোষের।তাদের একটি মেয়ে সন্তান রয়েছে। অরিন্দমের অন্য মহিলার সাথে সম্পর্কের জেরে স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়।দীর্ঘদিন ধরে নিজের মেয়েকে তার কাছে নেওয়ার জন্য স্বামী অরিন্দম চাপ দিতে থাকে স্ত্রী চুমকিকে। আজ অরিন্দম তার মেয়েকে নিতে আসলে অরিন্দমকে বাধা দেয় তার স্ত্রী ও শাশুড়ি।
সেই ঘটনায় প্রেমিকাকে সঙ্গে নিয়ে স্ত্রী ও শাশুড়িকে মারধোর করে অরিন্দম ঘোষ। আর এই ঘটনায় এলাকার মানুষ সরব হয়। এলাকার মহিলারা মারধোর করে অরিন্দমের প্রেমিকাকে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রহড়া থানার পুলিশ। ঘটনাস্থল থেকে অভিযুক্ত অরিন্দম ঘোষকে গ্রেফতার করে নিয়ে যায় রহড়া থানার পুলিশ।