কালনায় মাটি ফেটে ধোঁয়া, আতঙ্কে এলাকাবাসী
Smoke erupts from ground in Kalna, locals in panic

Truth Of Bengal: পূর্ব বর্ধমান জেলার কালনা পুরসভার ৬ নম্বর ওয়ার্ড এলাকায় মাটি থেকে ধোঁয়া উঠতে দেখতে পেয়ে আতঙ্ক স্থানীয় মানুষজনের। খবর দেওয়া হয় দমকল বিভাগকে। এর আগে ওই এলাকায় এমন ঘটনা ঘটেনি। প্রথমবার মাটি ফেটে ধোঁয়া উঠতে দেখে মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হয়। ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
এলাকাবাসী জানিয়েছেন, প্রথমে দেখে মনে হয়েছিল উল্কাপিণ্ড। আবার কেউ ভেবেছিলেন, এই ধোঁয়া কোনও যন্ত্রাংশ থেকে নির্গত, আবার কেউ ভেবেছিলেন, সিগারেট বা বিড়ির আগুন রাস্তায় থাকা আবর্জনায় পড়ে এমন হয়েছে। তবে এখনও পর্যন্ত ধোঁয়ার উৎস সম্পর্কে কোনও হদিশ পাওয়া যায়নি।
তবে অনেকেই মনে করছেন, এ কোন সাধারণ আগুন নয়, দোমকল বাহিনী এসে নিয়ন্ত্রণে নিয়ে এলেও মানুষের আতঙ্ক কাটছে না। যদিও প্রশাসনের তরফ থেকে মানুষের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে, ও যে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে লোকাল পুলিশ স্টেশনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে কালনা থানার পুলিশ।