
The Truth of Bengal: বসিরহাটের সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকে শুরু হয়ে গেল বিদ্যুতের স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর কাজ। দেখা গিয়েছে, রাজ্যের বিদ্যুৎ বন্টনকারী সংস্থা একাধিক সময়ে সুন্দরবন এলাকায় সঠিক পরিষেবা দিতে সমস্যার মধ্যে পড়ে। যেমন লো ভোল্টেজ, তার ছিঁড়ে যাওয়া, ওভার ভোল্টেজের জেরে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়। বিশেষ করে সমস্যা হয় প্রাকৃতিক দুর্যোগের সময়। বুলবুল, আম্ফান ও ইয়াশের সময় দেখা গিয়েছে সুন্দরবনের একাধিক গ্রাম দিনের পর দিন বিদ্যুৎহীন হয়ে পড়েছিল। কোনও সমস্যা হয়ে গেলে দু-একদিন পরে গিয়েও ঠিক করা হয় না। সেই সমস্যার সমাধানে এবার উদ্যোগী হল পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ।
সুন্দরবনে চালু হল বিদ্যুতের স্মার্ট মিটার। এই স্মার্ট প্রিপেড মিটার এমন একটি মিটার যা একটি বেসরকারি সিম দ্বারা পরিচালিত হবে। আর এই মিটার লাগানোর কাজ শুরু হয়ে গেল বসিরহাটের হিঙ্গলগঞ্জে। মোবাইলের প্রিপেইড সিস্টেমের মতো এখানেও আগে রিচার্জ করতে হবে। তারপরে মিলবে বিদ্যুৎ পরিষেবা। রিচার্জ শেষ হয়ে গেলে নিজে থেকেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। আবার টাকা দিলে চালু হবে বিদ্যুৎ পরিষেবা। ঠিক মোবাইল ফোনের মতো। তবে এই পরিষেবা চালু হওয়ার কথা জানতে পেরে আশঙ্কা প্রকাশ করেছে সুন্দরবনবাসী।
তাদের বক্তব্য, আগে রিডিং হয়ে গেলে বিল আসতো। তারপরে টাকা পরিশোধ করার জন্য বেশ কিছুটা সময় পাওয়া যেত। এখন তা আর হবে না।নতুন প্রযুক্তির মিটার চালু হলেও হ্যাক করে বিদ্যুৎ চুরির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্যদিকে, সুন্দরবনের দরিদ্র খেটে খাওয়া মানুষের নুন আনতে পান্তা ফুরানোর সংসারে অনেকের নেই কোনও মোবাইল ফোন। যদিও একটা ফোন থেকেও থাকে, একটা মেসেজ এলেও অনেকেই পড়তে পারেন না। তারা কী করে এই স্মার্ট প্রিপেইড মিটারের সুবিধা নেবেন? সেই প্রশ্ন থেকেই যাচ্ছে সুন্দরবনবাসীর মধ্যে।
Free Access






