অবৈধভাবে ভারতে প্রবেশ, গ্রেফতার ছয় বাংলাদেশী,
Six Bangladeshis arrested for illegally entering India

The Truth Of Bengal: অবৈধভাবে ভারতে প্রবেশ করায় ছয়জন বাংলাদেশী গ্রেফতার।গ্রেফতার করে বসিরহাট জেলার স্বরূপনগর থানার পুলিশ।
অবৈধভাবে ভারতে প্রবেশ করায় পৃথক দুই জায়গা থেকে স্বরূপনগর থানা এবং বিএসএফ ছয়জন বাংলাদেশী গ্রেফতার করে। রবিবার বসিরহাট আদালতে তোলা হয় স্বরূপনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় ধৃতরা বাংলাদেশে যাচ্ছিল তেতুলিয়া এলাকা থেকে, তারা বিথারী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ঢুকছিল ঠিক সেই সময় বিএসএফের 112 নম্বর ব্যাটেলিয়নের সীমান্ত রক্ষী বাহিনী তাদের আটক করে এবং স্বরুপনগর থানার পুলিশের হাতে তুলে দেয়।
স্বরূপনগর থানা আজ ধৃত মোট 6 জন বাংলাদেশিকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য বসিরহাট মহাকুমা আদালতে পাঠায়। বিএসএফ সূত্রে জানা যায় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেছিল বিথারী বাজার এলাকায় ইতস্তত ঘোরাফেরা করায় বিএসএফের সন্দেহ হয় তাদেরকে জিজ্ঞাসা বাত করলে সঠিক উত্তর দিতে না পারায় তাদের আটক করে।