মুম্বইতে বসে বাংলার শিল্প সম্ভাবনার কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়
Sitting in Mumbai, Chief Minister Mamata Banerjee highlighted the industrial potential of Bengal

The Truth Of Bengal: মুম্বইতে বসেই বাংলার শিল্প সম্ভাবনার কথা তুলে ধরেন বাংলার মুখ্যমন্ত্রী। সৌরভ গঙ্গোপাধ্যায়ের চন্দ্রকোণায় ইস্পাত কারখানা গড়ার প্রয়াস সার্থক রূপ পেলে এই রাজ্যে শিল্পায়নে বাড়তি উদ্যম তৈরি হবে বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন। উল্লেখ্য, বাংলায় শিল্প স্থাপন করবেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে স্পেন সফরে গিয়ে রাজ্যে ইস্পাত কারখানা গড়ে তোলার ঘোষণা করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দ্রুত রাজ্যের শিল্প উন্নয়ন নিগম থেকে সেই জমি পেতে চলেছেন সৌরভ। ওই জমিতে গড়ে উঠবে সৌরভের কারখানা। পশ্চিম মেদিনীপুরে এই কারখানার নির্মাণ হতে চলেছে। কারখানা গড়ে তুলতে বছর দেড়েক লাগবে বলে আগেই জানিয়েছেন সৌরভ।
এবার সৌরভকে জমি দিতে জোর তৎপরতা শুরু হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। গড়বেতা-৩ ব্লকের প্রস্তাবিত জমি ঘুরে দেখেছেন জেলা প্রশাসনের কর্তারা। গড়বেতার ৩০০ একরের বেশি জমি হস্তান্তর হয়েছে। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর হস্তান্তর করেছে এই জমি। রাজ্য শিল্প উন্নয়ন নিগমকে হস্তান্তর করা হয়েছে এই জমি। শুক্রবার জরুরী বৈঠক বসছে রাজ্য শিল্প উন্নয়ন নিগমের কর্তারা। বৈঠকে সৌরভ গাঙ্গুলীর প্রসঙ্গ উঠে আসার সম্ভাবনা। সৌরভের কারখানার জমি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হতে পারে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের কারখানার জন্য জমি নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে। রাজ্য শিল্প উন্নয়ন নিগম সূত্রে খবর। সৌরভ গঙ্গোপাধ্যায় ওই জমিতে ইন্টিগ্রেটেড স্টিল প্লান্ট গড়ে তুলতে চান। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মাদ্রিদে আয়োজিত শিল্প বৈঠকে সৌরভ ঘোষণা করেছিলেন এই কারখানা গড়ে তোলার কথা। বাংলার মহারাজ সৌরভের মতোই আরও বহু শিল্পপতি এই রাজ্যে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করছে বলে প্রশাসনের তরফ থেকে জানা গেছে।
মুম্বইয়ে মুকেশ আম্বানীর ছেলের বিয়েতে আমন্ত্রিত তিনি।বৃহস্পতিবার বাণিজ্য নগরী পৌঁছান মমতা বন্দ্যোপাধ্যায়।মূলতঃ সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে তিনি গেছেন।এর পাশাপাশি সংসদের বাজেট অধিবেশনের আগে রাজনৈতিক রণকৌশল নিয়ে একপ্রস্থ বৈঠক করলেন বাংলার মুখ্যমন্ত্রী। শনিবার শিবসেনার নেতা উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকের পর তৃণমূল সুপ্রিমো জানান, ইন্ডিয়া জোট যথেষ্ট শক্তিশালী। কেন্দ্রীয় সরকার কোনও জনবিরোধী নীতি বা পদক্ষেপ করলে সংঘবদ্ধভাবে তার বিরোধিতা করবে ইন্ডিয়া জোট।এককাট্টা লড়াইয়ের বার্তা দেন তিনি।মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দেন,দেশে কংগ্রেসের সঙ্গে একযোগে লড়াই করতে চায় তৃণমূল কংগ্রেস।কিন্তু বাংলায় সিপিএমের হাত ধরায় কংগ্রেসের সঙ্গে পশ্চিমবঙ্গে একজোট হবে না তৃণমূল কংগ্রেস । তিনি বুঝিয়ে দেন,প্রত্যেক শরিকই যথেষ্ট শক্তিশালী,সবার বোঝাপড়া বাড়ানো বিশেষ দরকার।মহারাষ্ট্রে যেভাবে বিজেপি ক্ষমতা দখলের জন্য শিবসেনার প্রতীক ছিনিয়ে নিয়েছে বা দল ভাঙানোর রাজনীতি করেছে তা কখনই সমর্থন যোগ্য নয় বলে পরিস্কার করে দেন বিজেপি বিরোধী শিবিরের নেত্রী। অবিজেপি দলগুলোর একসঙ্গে লড়াই করার মূল উদ্দেশ্য ব্যাখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।তাঁর বার্তা বৈচিত্র্যের মধ্যে ঐক্যের আদর্শকে সবার ওপর তুলে ধরাই হবে ইন্ডিয়া জোটের মূল লক্ষ্য।