রাজ্যের খবর
Trending

রাস্তা দখলমুক্ত করতে অভিযানে শিলিগুড়ি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি, কড়া ব্যবস্থার হুঁশিয়ারি

Siliguri Bidhan Market Traders Association warns of strict action to clear road encroachment

The Truth Of Bengal: শিলিগুড়ির বিধান মার্কেটর রাস্তা দখলমুক্ত করতে অভিযানে নামল বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি। বেশ কিছুদিন যাবত অভিযোগ ছিল রাস্তা দখলের। এরপর অভিযানে নামে ব্যবসায়ী সমিতি।

শিলিগুড়ির বিধান মার্কেটের রাস্তা দখলমুক্ত করতে অভিযানে নামল বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি। বহুদিন ধরেই বিধান মার্কেটে রাস্তা দখল করে কিছু ব্যবসায়ী ব্যবসা করছেন। দেখা যাচ্ছে রাস্তা দখল করে সেখানে দোকানের জিনিসপত্র রাখা হচ্ছে। এছাড়াও ফুটপাত দখল করে ব্যবসা করা হচ্ছে। এর ফলে বাজারে আসা ক্রেতাদের সমস্যায় পড়তে হচ্ছে। অবশেষে এদিন ব্যবসায়ী সমিতি অভিযানে নামে।

বহু দোকানের সামনে রাস্তায় রাখা জিনিস সরিয়ে দেওয়া হয়। লাগাতার এই অভিযান চলবে বলে জানান ব্যবসায়ী সমিতির সদস্যরা। এরপরও রাস্তা দখল করে জিনিস রাখলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ব্যবসায়ী সমিতির কর্মকর্তারা।

Free Access

Related Articles