ফের বিপর্যস্ত সিকিম, পাহাড় ধসে বন্ধ বাংলা সিকিম লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়ক
Sikkim in trouble again, National Highway No. 10, Bangla Sikkim lifeline closed due to landslides

The Truth Of Bengal : টানা বৃষ্টিতে ফের একবার বিপর্যস্ত সিকিম৷ লাগাতার বৃষ্টির জেরে ধস নেমে ফের লিকুভিরে বন্ধ হল 10 নম্বর জাতীয় সড়ক ৷ এর ফলে বাংলা ও সিকিমের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ৷ পাশাপাশি দার্জিলিং ও কালিম্পিংগামী একাধিক রাস্তায় নেমেছে ধস।
জানা গিয়েছে শুক্রবার গভীর রাত থেকে বৃষ্টি শুরু হয় পাহাড়ে। এবং বৃষ্টি এতটাই ছিল যে লিকুভিরে ধস নামে। ফলে বন্ধ হয়ে যায় ১০ নম্বর জাতীয় সড়ক। যার কারণে যান চলাচল পুরোপুরি বন্ধ। এবং লম্বা লাইন পড়ে যায় গাড়ির। অপরদিকে ধস পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় প্রশাসনের আধিকারিকরা। এরপর শুরু হয় ধস সরানোর কাজ। যদিও সমস্ত গাড়িকে সেবক গরুবাথান লাভা হয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, মঙ্গলবার রাত থেকে টানা বৃষ্টি শুরু হয়েছিল পাহাড় ও সমতলে। ফলে বুধবার সকালে লিখুভিরের কাছেই ধস নেমেছিল। পাহাড় বেয়ে বিশাল পাথর জাতীয় সড়কের উপর পড়ছিল। এর জেরে সেই রাস্তা বন্ধও হয়ে গিয়েছিল। জাতীয় সড়কের দুই ধারেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল। পরবর্তীকালে জাতীয় সড়ক থেকে ধস সরানোর কাজ শুরু করা হয়েছে।
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহে একাধিবার ধস নেমেছে ১০ নম্বর জাতীয় সড়কে। লাগাতার বর্ষণের কারণেই ধস নেমে যান চলাচল ব্যাহত হয়েছে বহুবার। গত সপ্তাহে মেঙ্গলি, ইয়াংগাং, নামচি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। বহু পর্যটক আটকে ছিলেন লাচুং সহ সিকিমের বিভিন্ন জায়গায়। ধসের কারণে তাঁদেরকে সড়ক পথে সম্ভব ছিল না। প্রাকৃতিক দুর্যোগ চলার কারণে তাঁদেরকে আকাশপথে উদ্ধার করা সম্ভব হচ্ছিল না। কয়েকদিন পর তাঁদের সড়ক পথে হেঁটে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।