রাজ্যের খবর

রামনগর বাজারে অসুস্থ বাস ড্রাইভার! বাস গিয়ে ঢুকলো দোকানের মধ্যে

Sick bus driver in Ramnagar market! The bus entered the shop.

The Truth Of Bengal : বাজারে অসুস্থ বাস ড্রাইভার! বাস গিয়ে ঢুকলো দোকানের মধ্যে। এই ভয়াবহ দুর্ঘটনার জেরে রীতিমত আতঙ্কিত বাস যাত্রী থেকে শুরু করে স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত রামনগর দিঘা বাসস্ট্যান্ডে।

জানা যায়, মেদিনীপুর থেকে একটি বাস দিঘার উদ্দেশ্যে রওনা হচ্ছিল। রামনগর বাসস্ট্যান্ডে পৌঁছানোর পর দিঘার দিকে যাওয়ার সময় রামনগর স্ট্যান্ড এর মিষ্টি দোকানের পাশেই হঠাৎ করেই টার্নিং নিয়ে ঢুকে পড়ে দোকানের মধ্যে। স্থানীয় সূত্রে দাবি বাসের ড্রাইভার হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তার ফলেই এমন বিপত্তি। যদিও এই ঘটনায় কোন যাত্রী আহত হননি। ফুটপাতের পাশে দোকানগুলো ক্ষতিগ্রস্ত হলেও মানুষজনের কোন আঘাত লাগেনি। বাসের যাত্রীরা রীতিমত আতঙ্খিত হয়ে পড়ে। তীব্র গরমে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে বলে খবর। এই ঘটনাই রীতিমতো যানজট সৃষ্টি হয় রামনগর বাসস্ট্যান্ডে। রামনগর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও যানজট মুক্ত করে রামনগর বাসস্ট্যান্ডকে।

Related Articles