
The Truth of Bengal: রয়্যাল বেঙ্গল টাইগারের রাজ্যে এল দুটি সাইবেরিয়ার বাঘ। কলকাতা হয়ে সড়কপথে সেই বাঘ দুটি পৌঁছে গেল উত্তরবঙ্গে। ক্ষণিকের উপস্থিতি সাইবেরিয়ার দুই অতিথির। শনিবার রাতে এমিরেটস-এর বিমানে কলকাতা এল একজোড়া সাইবেরিয়ান বাঘ। গাড়িতে করে তাদের শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে নিয়ে যাওয়া হবে। সেখানে থেকে তাদের পৌঁছে দেওয়া হবে চিড়িয়াখানায়। এবার শীতে দার্জিলিঙের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্কের বিশেষ আকর্ষণ হতে চলেছে সাইবেরিয়ার জোড়া বাঘ। মূলত এক্সচেঞ্জ পদ্ধতিতেই এই বাঘ দুটিকে নিয়ে আসা হয়েছে। পরিবর্তে ভারত থেকে দুটি লাল পান্ডা পাঠানো হয়েছে সাইবেরিয়ায়।
কাঠের বাক্সের মধ্যে করে নিয়ে আসা হয় এই দুটি বাঘকে। বাঘ দুটি এসে পৌঁছনোর আগে থেকেই কলকাতা বিমানবন্দরে উপস্থিত ছিল বন্যপ্রাণী নিয়ে যাওয়ার অ্যাম্বুল্যান্স। সেই বিশেষ অ্যাম্বুল্যান্সে করেন বাঘ দুটিকে নিয়ে কলকাতা থেকে দার্জিলিং উদ্দেশে নিয়ে যাওয়া হয়। প্রথমে রাখা হবে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে। সেখান থেকে অন্য একটি অ্যাম্বুল্যান্সে করে তাদের চিড়িয়াখানায় পৌঁছে দেওয়া হবে। চিড়িয়াখানা সূত্রে জানা গিয়েছে, দার্জিলিং পৌঁছনোর পর তাদের এক মাস কোয়ারেন্টাইনে রাখা হবে।
পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য তাদের সময় দেওয়া হবে। তারপর বাঘ দুটিকে তাদের জন্য নির্দিষ্ট এনক্লোজারে ছাড়া হবে। যে দুটি বাঘকে আনা হচ্ছে তাদের নাম লারা এবং আকামাস। দু’জনেরই বয়স ১ বছরের একটু বেশি। এর আগে নৈনিতালের চিড়িয়াখানায় আনা হয়েছিল একটি সাইবেরিয়ান বাঘ। বাঘটির মৃত্যু হয়েছিল ২০১১ সালে। দার্জিলিং চিড়িয়াখানাতেও একটি সাইবেরিয়ান বাঘ ছিল। তার নাম ছিল প্যাটি। বাঘটির মৃত্যু হয়েছিল ২০০৭ সালে। আবার সেই দার্জিলিং চিড়ীয়াখানার জন্য নিয়ে আসা হল দুটি সাইবেরিয়ান বাঘ। যাদের নাম লারা ও আকামাস।