রাজনীতিরাজ্যের খবর
Trending

বিজেপিতে কোণঠাসা হয়ে শুভেন্দুর নতুন চাল ?গলায় সেই মেরুকরণের সুর

Shuvendu's new move after being cornered in the BJP?

The Truth Of Bengal: রাজ্য বিজেপিতে তিনি একঘরে হয়ে পড়েছেন বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন। কয়েকদিন আগে  সায়েন্স সিটির অনুষ্ঠানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলে বসেন,সব কা সাথ সব কা বিকাশ অনেক হয়েছে,এবার‘জো হামারে সাথ, হাম উনকে সাথ’-এই নীতি মেনে চলা হবে।

শুভেন্দু অধিকারীর সেই ঘোষণায় বিপাকে পড়ে সংখ্যালঘু মোর্চা।তারা বিরোধী দলনেতার বক্তব্যের তীব্র বিরোধিতা করে।সুকান্ত মজুমদারও ঘোষণা করে বসেন,শুভেন্দু অধিকারীর মত,দলের মত নয়।কারণ শুভেন্দু অধিকারী যে,মোদির ঘোষিত নীতিরই বিরোধিতা করে বসে আছেন।মেরুকরণের নীতির সেই সুর আরও চড়া করতে চাইছেন তিনি।কারণ তিনি ঘোষণা করেছেন, ‘২১ শে জুলাই রাজ্য জুড়ে গলায় জুতোর মালা পরিয়ে ফিরহাদ হাকিমের কুশপুতুল পোড়াতে হবে’।

নন্দীগ্রামের মঞ্চ থেকে একথা ঘোষণার পর শুভেন্দু অধিকারীর উগ্র হিন্দুত্ববাদী নীতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ফিরহাদের কোনও মন্তব্যের তিনি সমালোচনা করতেই পারেন।কিন্তু কোনও রাজনৈতিক নেতার গলায় জুতোর মালা পরানোর কথা ঘোষণা,কখনও কোনও নেতার কাছ থেকে প্রত্যাশিত নয় বলে সমালোচনা করছেন পূর্ব মেদিনীপুর জেলা নেতাদের একাংশ।

Related Articles