রাজ্যের খবর

ডানকুনিতে শ্যুটআউট

Shootout in Dunkuni

Truth Of Bengal: যুবকের লক্ষ্য করে চলল গুলি। শুক্রবার এমনই ঘটনা ঘটল, ডানকুনির ১২ নম্বর ওয়ার্ডে। জানা গেছে, দিল্লির রোডে ধারে গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

পুলিস সূত্রে জানা যায়, আক্রান্ত যুবকের নাম বান্টি সাউ। তিনি ডানকুনির বন্দের বিল এলাকার বাসিন্দা । বাবা রাজকুমার সাউ। ওই ব্যক্তির বাবা জানিয়েছেন, বান্টি পেশায় জেবিসি চালক। ঘড়িতে যখন সাড়ে ছটা সেইসময় সন্ধ্যায় কাজ সেরে বাইকে করে বাড়ি ফিরছিলেন ওই যুবক। এরপর ডানকুনির ১২ নম্বর র গ্র্যান্ড সিটি কাছে বান্টিকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি চালায় দুষ্কৃতীরা।

স্থানীয় সূত্রে খবর, গুলিবিদ্ধ হওয়ার সাথে সাথেই বাইক থেকে পড়ে যান ওই ব্যক্তি। ততক্ষণে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। এরপর ওই যুবককে রাস্তায় পড়ে থাকতে দেখে এগিয়ে আসেন স্থানীয় কয়েকজন। এরপর তারা থানায় খবর দেন।  জানা যায়, ওই ব্যক্তির বুকে আগুন লেগেছিল। এরপর ওই ব্যক্তিকে তারা উদ্ধার করে। এরপর ওই ব্যক্তিকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। কিন্তু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর ওই ঘটনাস্থলে চন্দননগর পুলিস কমিশনারেটের পদস্থ আধিকারিকরা হাজির হন।

তবে কারা ঠিক কি কারণে এই গুলি চালাল তা এখনও স্পষ্ট নয়। আরও জানা যায়, পুলিশকে খবর দেওইয়া হলে তারা তদন্তের জন্য এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। তাতে জানা যায়, বাইকে করে কতজন দুষ্কৃতী এসেছিল।  এছাড়াও প্রত্য়ক্ষদর্শীদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা। এই ঘটনায় এলাকায় তুমুল আতঙ্ক ছড়িয়েছে।

Related Articles