মর্মান্তিক! বাবার সাথে নদীতে গিয়ে কুমিরের পেটে গেল নাবালক,শোকের ছায়া এলাকায়
Shocking! The minor went to the river with his father and went into the stomach of the crocodile

The Truth Of Bengal,দক্ষিণ চব্বিশ পরগনা: দিনকে দিন যেন কুমিরের আতঙ্ক বেড়েই চলেছে । কিছুদিন আগে এই কুমিরের আতঙ্ক দেখা গিয়েছিল কলকাতায় ও হুগলীতে । তার কিছুদিনের মধ্যে আবারও কুমির আতঙ্ক দেখা দিল। এর এবার এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের জি প্লট গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর কোস্টাল থানা এলাকায়। নদীতে মিন ফেলতে গিয়ে কুমিরের পেটে গেল ১৩ বছরের নাবালক।
মৃত ওই নাবালকের নাম মানিক ভোক্তা (১৩) বাবার নাম হুকুম ভোক্তা, বাড়ি সত্য দাসপুর এলাকায়। সূত্রের খবর , সোমবার নদীর জলে মিন দিতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে । এই খবর জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেয় । খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায় গোবর্ধনপুর কোস্টাল থানার পুলিশ, বন দফতরের কর্মীরা ।
ইতিমধ্যে গোবর্ধনপুর কোস্টাল থানার পুলিশ, বড় দপ্তরে কর্মীরা এবং শাসকদলের অঞ্চল সভাপতি শেখ নুর ইসলামের ব্যবস্থাপনায় লঞ্চ এবং ট্রলার নদীতে খোঁজা শুরু করেছে। তবে এখনও অব্দি ওই বাচ্চাটির খোঁজ পাওয়া যায় নি । যথারীতি এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।