মর্মান্তিক! জয়পুরে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৪, আহত ১০
Shocking! 4 dead, 10 injured in horrific accident on national highway in Jaipur

The Truth Of Bengal : জয়পুরে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ১০ জন। পুরুলিয়া জেলায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আহতদের পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরুলিয়া ও বাঁকুড়ার মধ্য দিয়ে যাওয়া ৩২ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান উল্টে মৃত্যু হয় চারজনের। দুর্ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। ওই পিকআপ ভ্যান উল্টে গেলে বেশ কিছু সময় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা প্রথমে উদ্ধারকার্যে ছুটে আসেন। ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় পুলিশ। দ্রুততার সঙ্গে উদ্ধার করা হয় আহতদের। নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। গাড়ির চাকা ফেটে এই বিপত্তি ঘটে। যাত্রীরা ছিটকে যান গাড়ি থেকে।