উত্তপ্ত আবহ উপেক্ষা করে সন্দেশখালিতে শীতলা পুজো, আয়োজনে এলাকার মহিলারা
Shitala Puja was organized in Sandeshkhali ignoring the hot weather.

The Truth Of Bengal: উত্তপ্ত আবহ উপেক্ষা করে সন্দেশখালিতে আয়োজিত হয়েছে শীতলা পুজো। অংশগ্রহণ করেছেন এলাকার মহিলারা। পুজোর আয়োজন সম্পূর্ণ তাদের হাত দিয়েই। যখন সংবাদ শিরোনামে সন্দেশখালির মহিলাদের আতঙ্কের খবর সামনে এসেছে তখন অন্য ছবি জানান দিচ্ছে এই পুজার আয়োজনে।
উত্তপ্ত আবহ। চতুর্দিকে পুলিশের বুটের আওয়াজ। কর্মচঞ্চলতায় কিছুটা ঘাটতি। সংবাদ শিরোনামে উঠে এসেছে সন্দেশখালি দু’নম্বর ব্লকের কর্ণ খালি গ্রাম। তবে গ্রামে যে শান্তি ফিরছে, তা জানা নিয়ে যাচ্ছে প্রায় ১০০ বছরের প্রাচীন এখানকার শীতলা পুজো। এই গ্রামে বহু বছর ধরে সরস্বতী পুজোর পরের দিন অনুষ্ঠিত হয় শীতলা পুজো। এবারও গ্রামের এই প্রাচীন শীতলা পুজোর আয়োজন হয়েছে। পুজোয় অংশগ্রহণ করেছেন এই এলাকার সাধারণ মানুষ। গত কয়েকদিনের উত্তাপের কোন প্রভাব পুজোয় পড়েনি।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বহু বছরের এই পুজোয় সন্দেশখালির বিভিন্ন গ্রাম থেকে সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। গত কয়েকদিন ধরে সন্দেশখালিতে উত্তেজনায় রয়েছে। তার মধ্যেও শীতলা পুজোর আয়োজনে কোনো খামতি নেই। নিষ্ঠা ভরে পুজোর আয়োজন করছেন স্থানীয় মহিলারা।
শীতলা পুজা উপলক্ষে ভোগের আয়োজনও করা হয়েছে। দর্শনার্থীরা যেখান থেকেই আসুক তাদের জন্য রয়েছে ভোগের ব্যবস্থা। বসেছে মেলা। সন্দেশখালীর উত্তাপের কোন ছায়া পড়েনি শীতলা পুজোর আয়োজনে। ধীরে ধীরে সন্দেশখালি শান্ত হয়ে উঠছে, সেই ছবি জানান দিয়ে যাচ্ছে এই শীতলা পুজোয়।