মাহেশ শীতলা তলায় মহাসমারোহে পালিত হচ্ছে শীতলা অষ্টমী
Sheetala Ashtami is being celebrated with great fervor at Mahesh Sheetala Tala

Truth Of Bengal: শনিবার সকাল থেকে মাহেশ শীতলা তলার মায়ের মন্দিরে মহাসমারোহে পালিত হচ্ছে শীতলা অষ্টমী। শুক্রবার রাত থেকে কাতারে কাতারে ভক্ত প্রাণ মানুষজন স্থানীয় লক্ষ্মী ঘাটের গঙ্গায় স্নান করে মায়ের মন্দিরে আসছেন। মায়ের চরণে পুষ্পার্ঘ্য এবং জল ঢেলে শীতলা মাতার কাছে আশীর্বাদ প্রার্থনা করছেন।
আজ থেকে ২৪৬ বছর আগে মাহেশের পুজোর শুভারম্ভ হয় তারপর থেকে ঘাট থেকে বহু জল বয়ে গিয়েছে কিন্তু এখানকার মা শীতলার পুজো চিরাচরিত ভাবে হয়ে আসছে। আবহমান ধরে, মায়ের মাহাত্ম্যের টানে হাজার হাজার মানুষ ছুটে আসেন মাহেশের শীতলতলার মন্দিরে।
ভক্তদের বিশ্বাস মায়ের কাছে কায় মনো বাক্যে যদি কেউ তাদের মনবাঞ্চার কথা জানায় তা কখনো বিফলে যায় নাl সেই বিশ্বাসের টানে যুগ যুগ ধরে শীতলা অষ্টমীতে মানুষের ঢল নামে। তিন দিনব্যাপী এই পূজা অনুষ্ঠানে প্রতিদিন পুজো যেমন চলবে তার সঙ্গে সঙ্গে প্রতি সন্ধ্যায় বসবে ভক্তিমূলক গানের আসর, যাত্রাপালা সহ নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান।