ঝামেলা থামাতে গিয়ে ধারালো অস্ত্রের কোপ, মুর্শিদাবাদে চাঞ্চল্য
Sharp weapon attacked in Murshidabad

Truth Of Bengal: মুর্শিদাবাদে ভয়ঙ্কর ঘটনা। ঝামেলা থামাতে গিয়ে ধারালো অস্ত্রের কোপ। আর তাতে আহত হলেন একজন। সেইসঙ্গে এই ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত। সেইসঙ্গে এই ঝামেলার সময়কার সিসিটিভি ফুটেজ এসেছে প্রকাশ্যে।
জানা গিয়েছে, ধারালো অস্ত্রের কোপে আহত হয়েছেন দুজন। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ডোমকলে। জখম ওই ব্যক্তিদের নাম তাহাজুল শেখ এবং রাজেন শেখ। বিদ্যুতের পোল বসানো নিয়ে দুই পক্ষের বচসা হয়। আর সেইসময় চলে অস্ত্রের কোপ।
স্থানীয় মারফত সামনে এসেছে, রবিবার ডোমকলের বাজিতপুর লক্ষ্মীনাথপুর মালিথ্যাপাড়া এলাকায় তাহাজুল শেখের বাড়িতে চলছিল বিয়ের অনুষ্ঠান। সেখানে বিদ্যুতের পোল বসান নিয়ে রাসিকুল খান, আলমগীর খান এবং আজাদ খানের সাথে বাগবিদণ্ডা শুরু হয়। পরিবেশ শান্ত রাখার কথা বলতে গেলেই আচমকা তাহজুল শেখ এবং রাজেন শেখকে ধারালো অস্ত্রের কোপ মারেনরাসিকুল খান, আলমগীর খান, আজাদ খানের ওপর।
ঘটনায় হাত কেটে পড়ে যায় তাহাজুল শেখ এবং আরও একজন জখম হয়েছেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডোমকল থানার বিশাল পুলিশ বাহিনী এবং ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ । আটক করা হয়েছে চারজনকে।