অসহায় বৃদ্ধ-বৃদ্ধাদের পাশে দাঁড়াল “শৈশব ফাউন্ডেশন”
"Shaishab Foundation" stands by the helpless elderly

Truth Of Bengal: রাকেশ চক্রবর্তী,হুগলীঃ বৃদ্ধ বয়সে বাবা মা হয়ে যায় বাড়ির বোঝা। আবার কারোর কোনও আত্মীয় স্বজন না থাকায় শেষ বয়সে একাকিত্বে ভোগে। এরকমই কিছু বৃদ্ধ বৃদ্ধার দায়িত্ব, থাকা খাওয়া থেকে শুরু করে নানান দায়িত্ব পালন করে থাকে চুঁচুড়া আরোগ্য নামক স্বেচ্ছাসেবী সংস্থা।
বর্তমানে প্রায় ৩৯ জন বয়স্ক আবাসিক থাকেন চুঁচুড়ার আরোগ্যতে। এদের দুই জনের কিছু দিন আগে পায়ে অস্ত্রপ্রচার হয়। এখন তারা হাঁটা চলা করতে পারেন না। এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে ভরসা করতে হয় অন্য আবাসিকের উপর। তাদের এই অবস্থার কথা জানতে পেরে আরোগ্যর পাশে এসে দাঁড়ান শৈশব ফাউন্ডেশন।
শনিবার চুঁচুড়ার আরোগ্যতে এসে অসুস্থ দুই বৃদ্ধাকে দুটি হুইল চেয়ার প্রদান করেন শৈশব ফাউন্ডেশনের কর্ণধার অম্বরিশ সাহা। এদিন অম্বরিশ বাবু বলেন, “আমার সংস্থা ছোট বাচ্ছাদের নিয়ে কাজ করে। তাদের লেখা পড়া থেকে নানান সামাজিক দায়িত্ব পালন করে থাকে। আমি জানতে পারি আরোগ্য বয়স্ক মানুষদের দেখা শোনা করে। এটা খুব ভালো দিক। বয়স বাড়লে বৃদ্ধ বাবা মা বাড়ির বোঝা হয়ে যায়। আমি সমস্ত সন্তানদের বলব বয়স্ক বাবা মায়েদের পাশে থাকুন।ভগবানের মত দেখুন। আরোগ্য এই সমস্ত বৃদ্ধ আবাসিকদের দায়িত্ব পালন করছেন তাই আমিও ওনার পাশে দাঁড়ালাম।”
শৈশব ফাউন্ডেশন আরোগ্যর পাশে দাঁড়ানোয় তাকে সাধুবাদ জানান চুঁচুড়ার আরোগ্যর কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত। তিনি বলেন, এই হুইল চেয়ারের ফলে খুব উপকার হবে দুই বৃদ্ধার। তারা এখন নিজেরাই চলাচল করতে পারবেন।