মূল মঞ্চে শহীদ পরিবার, সিঁড়ির পরিবর্তে র্যাম্প, আরও কি কি নতুনত্ব থাকছে এবারের ২১ শের মঞ্চে
Shaheed family on the main stage, ramp instead of stairs, what else is new on this 21st stage.

The Truth Of Bengal: ২৪ এর লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর একুশে জুলাই সমাবেশ। শহীদ তর্পণের সঙ্গে সঙ্গে লোকসভা ভোটের জয়ের আনন্দ ভাগ করে নেবেন একে অপরের মধ্যে। লোকসভা নির্বাচনে বিজেপিকে পর্যস্ত করেছে তৃণমূল। ২৯ টি আসন দখল করেছে ঘাসফুল। আগের লোকসভা ভোটে বিজেপির যেটা একাধিক আসন ছিনিয়ে নিতে সক্ষম হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস।
চারটি বিধানসভার উপনির্বাচনে জয় ছিনিয়ে নিয়েছে শাসক দল। কত বিধানসভা ভোটে বিজেপির যেটা তিনটি আসন এবার তৃণমূলের দখলে। এই সাফল্যের পর একুশের সমাবেশ। লোকসভা নির্বাচন এবং উপনির্বাচনে জয়ের পর উন্মাদনের ফুটছে তৃণমূল কর্মী সমর্থকরা। সেই উন্মাদনার জনবিস্ফোরণ ঘটতে চলেছে একুশে সমাবেশে। জনস্রোতে ভাসবে কলকাতা ধর্মতলা। লক্ষ লক্ষ মানুষের সমাবেশ ঘটবে ভিক্টোরিয়া হাউসের সামনে। তার সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন। ধর্মতলায় মঞ্চ বাঁধার কাজ শেষ হয়েছে।হাতে আর মাত্র একদিন। তারপরেই ২১ জুলাই। কলকাতা থেকে জেলা, সর্বত্র প্রস্তুতি তুঙ্গে। ইতিমধ্যেই শহরে আসতে শুরু করেছেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা।
চলছে শেষ মুহূর্তের মঞ্চ বাঁধার কাজ। এবার মূল মঞ্চের আয়তন করা হচ্ছে ৫২/২৪ ফুট। এখানেই দলের শীর্ষ নেতৃত্ব থাকবেন। নব নির্বাচিত সাংসদ বিধায়ক, গুরুত্বপূর্ণ নেতা মন্ত্রীরা থাকবেন এই মঞ্চে। এছাড়াও থাকছে আরও একটি মঞ্চ। সেটির আয়তন ৪৮/২৪ ফুট। সেই মঞ্চে বসবেন বিভিন্ন পুরসভার কাউন্সিলররা। এখানেই শেষ নয়। অপর একটি মঞ্চও করা হচ্ছে। সেই মঞ্চে থাকবেন শহিদ পরিবারের সদস্যরা। সেই মঞ্চের আয়তন হবে ৪০/২৪ ফুট। এখানে ২১শে জুলাইয়ে যাঁরা শহিদ হয়েছিলেন তাঁদের পরিবারের সদস্যরা থাকবেন।মূল মঞ্চতে ওঠার জন্য সিঁড়ি নয়৷ থাকতে চলেছে র্যাম্প। যার উচ্চতা হবে ১০,১১,১২ ফুট। এবারেও থাকছে ১৩ জায়ান্ট স্ক্রিন৷ থাকছে প্রায় ৪০০০ স্বেচ্ছাসেবক।অন্যদিকে, এবার ২১শে জুলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূলের কাছে। এবার লোকসভা ভোটে বিপুল জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। বিধানসভা উপনির্বাচনেও একের পর এক আসনে জয় পেয়েছে রাজ্যের শাসক দল। ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো ঠিক কী বার্তা দেন সেদিকে তাকিয়ে রয়েছেন অনেকেই।