আরজি করে ছাত্রের রহস্য মৃত্যুতে মদত ছিল এসএফআইয়ের, তৃণমুলের পোস্ট ঘিরে তোলপাড়
SFI supported in mysterious death of medical student by RG, Trinamool's post stirs uproar

Truth Of Bengal : বামফ্রন্টের আমলে আরজি কর হাসপাতালে ছাত্র খুনের অভিযোগ ওঠে। রহস্যজনকভাবে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ১ ছাত্রের মৃতদেহ উদ্ধার হয় হস্টেলে। ব্যারাকপুরের বাসিন্দা চতুর্থ বর্ষের মেডিকেল পড়ুয়া সৌমিত্র বিশ্বাসের রহস্য মৃত্যু হয়। ২০০১ সালের ২৫ আগস্ট এই মর্মান্তিক ঘটনার সাক্ষী ছিল আরজি কর। মৃত ছাত্রের মায়ের অভিযোগ ছিল পর্ণচক্রে বাধা দেওয়ায় খুন করা হয়েছে। ঘটনার পিছনে তৎকালীন এসএফআই নেতারা জড়িত ছিল বলে অভিযোগ ওঠে। অভিযোগ, ঘটনার তদন্ত ধামা চাপা দেওয়া হয়েছিল বাম আমলে। এসএফআইয়ের অন্যতম নেতা সুবর্ণ গোস্বামীর নেতৃত্বে ঘটনা চাপা দেওয়া হয়েছিল। বর্তমানে এই সুবর্ণ গোস্বামীরা আরজি কর ঘটনার প্রেক্ষিতে রাস্তায় নেমে জাস্টিস চাইছেন। বামেদের দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার তৃণমূল কংগ্রেস। বামফ্রন্টের সময়ে আরজি কর হাসপাতালের হস্টেলে এসএফআইয়ের নেতৃত্বে পর্ণচক্রের অভিযোগ।