রাজ্যের খবর

টর্নেডোয় লন্ডভন্ড তারকেশ্বর ও ধনিয়াখালীর বেশ কয়েকটি গ্রাম

Several villages of Londbhand Tarakeswar and Dhaniakhali were hit by the tornado

The Truth Of Bengal: ক্ষনিকের টর্নেডোয় লন্ডভন্ড তারকেশ্বর ও ধনিয়াখালীর বেশ কয়েকটি গ্রাম।ভেঙে পড়েছে বেশ কয়েকটি বাড়ি,ও বড় বড় গাছ।ঘটনা স্থলে পৌঁছায় পুলিশ, বিপর্যয় মোকাবিলার দল ও দমকল বাহিনী। স্থানীয় সূত্রে জানা গেছে সন্ধ্যা ৬ টা নাগাদ একটি ঘূর্ণি ঝড় লক্ষ করা যায় তারকেশ্বরের দামোদর সংলগ্ন জিয়ারা গ্রামে।

তারকেশ্বরের জিয়ারা গ্রাম থেকে শুরু হয় ঘূর্ণি ঝড়,শক্তি ক্ষয় হতে হতে ধনিয়াখালীর নিশ্চিন্তপুর হয়ে বর্ধমানের দিক সরে যায়। ঘূর্ণি ঝড়ের প্রভাবে জিয়ারা গ্রাম বেশি ক্ষতিগ্রস্ত হয়।এছাড়াও নিশ্চিন্তপুর ,হবিবপুর মোহন পুর হয়ে সোনাগরিয়ার দিকে সরে যায় ঘূর্ণি ঝড় যার প্রভাবে ভেঙে পড়ে গাছ পালা ও ঘর বাড়ি।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন হঠাৎ করে একটা ঝড় পাক দিয়ে উঠল।এরপর নিমিষে সব তছনছ করে দিয়ে গেলো।ক্ষয়ক্ষতি হয়েছে অনেক। সন্তোষপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজকুমার সাঁতরা বলেন,সন্তোষপুরে প্রায় কুড়িটা বাড়ির চাল উড়ে গেছে, পনেরোটা বড় বড় গাছ ভেঙে পড়েছে।বিদ্যুতের তার ছিড়ে গেছে।প্রশাসনের সহযোগিতায় উদ্ধার কার্য শুরু হয়েছে।

Related Articles