কলকাতারাজ্যের খবর

মহিলা সুরক্ষায় বড় পদক্ষেপ! ‘রাতের সাথী’ অ্যাপ, নাইট ডিউটি সহ একাধিক সিদ্ধান্ত রাজ্য সরকারের

Several major steps taken by the state government in women protection including 'Rater Sathi' app, night duty

Truth Of Bengal: আরজি কর কান্ডের প্রতিবাদ মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী বলেছিলেন মেয়েদের নিরাপত্তা বাড়ানোর কথা। সেই কথা মতোই আজ মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দোপাধ্যায় মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেছেন। আজ প্রেস কনফারেন্সে আলাপন বাবু মহিলা চিকিৎসক ও নার্সদের জন্য বিশেষ এই প্রকল্প চালু করার কথা বলেন।

মহিলাদের সুরক্ষায় আসছে ‘রাতের সাথী’ অ্যাপ। যার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থার উপর নজর রাখবে পুলিশ। মহিলা চিকিৎসক ও নার্সদের ১২ ঘন্টা নাইট ডিউটির ব্যবস্থা করা হবে। রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে থাকবে সিসি ক্যামেরার নজরদারি। মহিলাদের নাইট ডিউটি না দেওয়ার যতটা সম্ভব চেষ্টা করা হবে বলেও জানান তিনি। একা নয়, প্রয়োজনে মহিলারা টিম হিসাবে কাজ করবে।

তিনি আরও বলেন, নাইট শিফটে কর্মরতাদের জন্য নিরাপত্তা বাড়ানো হবে। রাতে পুরুষ ও মহিলা নিরাপত্তাকর্মীর অনুপাত বজায় রাখা হবে। প্রত্যেক হাসপাতালগুলিতে মহিলা কর্মীদের জন্য থাকবে আলাদা রেস্টরুম। রাজ্যের প্রত্যেক হাসপাতালগুলিতে গঠন করা হবে বিশাখা কমিটি। মহিলাদের সুরক্ষার নজরদারিতে স্থানীয় থানা থেকে থাকবে সিকিউরিটি। মহিলাকর্মীদের জন্য সিসি ক্যামেরার নজরদারিতে চালু হবে সেফ জোন। সব হাসপাতালে থাকবে পর্যাপ্ত পানীয় জলের বন্দোবস্ত।

একনজরে ঘোষণাগুলি

  • মহিলা চিকিৎসক ও নার্সদের জন্য বিশেষ প্রকল্প
  • ‘রাতের সাথী’ নামে অ্যাপ চালু করা হবে
  • হাসপাতালগুলিতে বিশাখা কমিটি গঠন করা হবে
  • মহিলা চিকিৎসক ও নার্সদের ১২ ঘন্টা নাইট ডিউটি
  • মহিলাকর্মীদের জন্য সিসি ক্যামেরার নজরদারিতে চালু হবে সেফ জোন
  • রাতে পুরুষ ও মহিলা নিরাপত্তাকর্মীর অনুপাত বজায় রাখা হবে
  • নাইট শিফটে কর্মরতাদের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত
  • মহিলাদের নাইট ডিউটি না দেওয়ার যতটা সম্ভব চেষ্টা করা হবে
  • এক নয়, প্রয়োজনে মহিলারা টিম হিসাবে কাজ করবে
  • সমস্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে থাকবে সিসি ক্যামেরার নজরদারি
  • সব হাসপাতালে থাকবে পর্যাপ্ত পানীয় জলের বন্দোবস্ত
  • প্রত্যেক হাসপাতালে মহিলাদের জন্য থাকবে আলাদা রেস্ট রুমের ব্যবস্থা
  • মোবাইল অ্যাপের মাধ্যমে পুলিশি নজর
  • আলাদা শৌচালয়ের ব্যবস্থা
  • মহিলাদের সুরক্ষার নজরদারিতে স্থানীয় থানা থেকে থাকবে সিকিউরিটি

Related Articles