রাজ্যের খবর

পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ার মামলা, সাত বিজেপি কর্মী গ্রেফতার

বোমাবাজি, পুলিশ পাথর ও বোমা ছোঁড়ার অভিযোগ রয়েছে

The Truth of Bengal: পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশের পরেই রাজ্যের কয়েকটি জেলায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। তেমনই একটি ঘটনাটি ঘটেছিল পূর্ব মেদিনীপুরের খেজুরির আলিপুর বাজার এলাকায়। সেই সংঘর্ষে তৃণমূলকর্মীদের বাঁচাতে গিয়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতে হয় পুলিশকে। শনিবার সেই মামলায় সাতজন বিজেপিকর্মীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

পুলিশ জানিয়েছে, এই মামলায় বাকি অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে। অভিযুক্তদের সকলেই এলাকায় বিজেপিকর্মী হিসাবে পরিচিত। অভিযুক্তদের বিরুদ্ধে এলাকায় বোমাবাজি, পুলিশ পাথর ও বোমা ছোঁড়ার অভিযোগ রয়েছে। পাশাপাশি সরকারি সম্পত্তি নষ্ট, পুলিশের গাড়ি ভাঙচুর, খুনের চেষ্টা সহ একাধিক ফৌজদারি ধারায় মামলা রুজু করা হয়েছে।

স্থানীয় সূত্রের খবর, বিজেপির প্রতীকে জেতা পঞ্চায়েত সমিতির সদস্য উদয়শঙ্কর মাইতি পরে তৃণমূলে যোগদান করে। তারপরেই তিনি খেজুরি ২ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি হন। একদিন তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মসূচি যোগ দিতে যাওয়ার সময়, তাঁর উপর একদল দুষ্কৃতী চড়াও হয়। অভিযোগ, দুষ্কৃতীরা বিজেপি আশ্রিত। তাঁদের উদ্ধার করতে গেলে, পুলিশের উপরেও হামলা চালানো হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে  লাঠিচার্জ শুরু করে পুলিশ। তারপরেই পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নেয়। পুলিশকে লক্ষ্য করে চলে বোমাবাজি ও পাথর বৃষ্টি। এই ঘটনায় কয়েকজন পুলিশকর্মী আহত হন।

শনিবার যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁদের নাম মদনমোহন মালি, দেবব্রত জানা, সঞ্জু বারিক, রাজেশ মণ্ডল, শিবনাথ বেরা, দুলাল জানা ও হরনাথ বেরা। প্রত্যেকের বাড়ি তালপার্টি উপকূল থানা এলাকায়।