রাজ্যের খবর

হরিহরপাড়ায় চাঞ্চল্য! দুষ্কৃতিদের গুলিতে গুরুতর আহত ১

Sensation in Hariharpara! 1 seriously injured in shooting by miscreants

Truth Of Bengal: পরপর দু’ রাউন্ড গুলিতে রক্তাক্ত হলেন এক ব্যক্তি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার অন্তর্গত মালোপাড়া এলাকায়। মঙ্গলবার রাতের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ ব্যক্তির নাম মৌলা বক্স মণ্ডল, বয়স ৫৬ বছর। তিনি মালোপাড়া এলাকার বাসিন্দা। ঘটনার সময় তিনি নিজের বাড়ির কাছাকাছি অবস্থান করছিলেন। ঠিক সেই সময় দু’জন দুষ্কৃতি মোটরবাইকে করে এসে তাঁকে লক্ষ্য করে হঠাৎ করে দু’ রাউন্ড গুলি চালায়। একটি গুলি সরাসরি তাঁর বাম হাতে লাগে বলে জানা গিয়েছে।

গুলির শব্দে চমকে উঠে ছুটে আসেন পরিবারের সদস্য ও প্রতিবেশীরা। রক্তাক্ত অবস্থায় মৌলা বক্স মণ্ডলকে দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে। পরে তাঁকে স্থানান্তর করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে, যেখানে বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ। পুলিশ তদন্তে নেমে দ্রুততার সঙ্গে অভিযুক্ত দুই দুষ্কৃতিকে গ্রেফতার করে। তাঁদের কাছ থেকে ঘটনার সময় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটিও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তদন্তকারীরা জানতে পেরেছেন, ব্যক্তিগত শত্রুতা থেকেই এই হামলা হতে পারে বলে প্রাথমিক অনুমান। তবে পুরো ঘটনা নিয়ে আরও তদন্ত চলছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে হামলার পেছনের মূল কারণ ও আর কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, তা জানার চেষ্টা করা হচ্ছে।

এই ঘটনার পর এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে এবং সাধারণ মানুষকে সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা পুলিশ প্রশাসনের কাছে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Related Articles