ফরাক্কা বাঁধে নিরাপত্তা মহড়া, আন্তর্জাতিক স্তরে সতর্কবার্তা
Security drill at Farakka Dam, international warning

Truth Of Bengal: মুর্শিদাবাদ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা ফরাক্কা বাঁধ প্রকল্পে শুক্রবার দুপুরে হঠাৎই এক বিশাল নিরাপত্তা মহড়া চলতে দেখে স্তম্ভিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা। আন্তর্জাতিক গুরুত্ব সম্পন্ন এই বাঁধে এমন মহড়া দেখে কেউ কেউ প্রথমে আতঙ্কিত হলেও পরে জানা যায়, এটি ছিল একটি পূর্ব-নির্ধারিত মক ড্রিল—অর্থাৎ জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য একটি প্রস্তুতিমূলক মহড়া।
এই মহড়ায় অংশ নেন বিএসএফ, সিআইএসএফ, রাজ্য পুলিশ, গোয়েন্দা বিভাগ এবং স্বাস্থ্য বিভাগের কর্মীরা। ফরাক্কা ব্যারেজ, যা উত্তর ও দক্ষিণ বঙ্গকে গঙ্গা নদীর মাধ্যমে সংযুক্ত করে, সেই গুরুত্বপূর্ণ স্থানে যদি কোনো অপ্রীতিকর বা সন্ত্রাসবাদী ঘটনা ঘটে, তা হলে কিভাবে দ্রুততার সঙ্গে নিরাপত্তা বাহিনী ও প্রশাসন একসঙ্গে কাজ করবে — সেই কৌশলগত দিকগুলোই এদিনের মহড়ায় পরীক্ষা করা হয়।
বর্তমান আন্তর্জাতিক প্রেক্ষাপটে — বিশেষত ভারত-পাকিস্তান ও উপমহাদেশে অস্থিরতা যখন প্রবল, তখন এই ধরনের কৌশলগত স্থাপনায় নিরাপত্তা জোরদার করার প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে প্রশাসন। ফরাক্কা বাঁধ থেকে একদিকে বাংলাদেশে জল প্রবাহিত হয়, অন্যদিকে বাংলার অভ্যন্তরেও গঙ্গার বিস্তার রয়েছে। তাই কোনওরকম অন্তর্ঘাত বা নাশকতা এখানে ঘটলে তার প্রভাব পড়বে আন্তর্জাতিক স্তরেও।
মহড়ার সময় সিআইএসএফ-এর পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন করা হয়, যে কোনও আপৎকালীন পরিস্থিতিতে কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন, প্রশাসনকে সহায়তা করবেন এবং প্রয়োজনীয় পরিষেবা কীভাবে পাবেন — এইসব বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।
ফরাক্কা বাঁধের মতো গুরুত্বপূর্ণ স্থানে এইরকম প্রস্তুতি শুধুমাত্র নিরাপত্তা জোরদারের অঙ্গই নয়, সাধারণ মানুষের মনেও আস্থা ফেরাতে সাহায্য করে বলে মত বিশিষ্টজনদের। এই মহড়ার মাধ্যমে পরিষ্কার, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা যে কোনও সময় ঝুঁকিতে পড়তে পারে, তাই আগে থেকেই প্রস্তুত থাকতে চাইছে প্রশাসন।