সান্দাকফুতে মরসুমের তুষারপাত, উচ্ছ্বসিত পর্যটকরা
Seasonal snowfall in Sandakphu, tourists excited

Truth Of Bengal: উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতে তুষারপাতের পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। সেই আশঙ্কাই অবশেষে বাস্তবে পরিণত হল বৃহস্পতিবার। সান্দাকফুতে মরসুমের প্রথম তুষারপাত দেখা দিল, আর তার সঙ্গে সঙ্গেই উচ্ছ্বাসে ফেটে পড়লেন সেখানে উপস্থিত বহু পর্যটক। সকাল থেকেই ধীরে ধীরে নামতে শুরু করে তুষার। কিছুক্ষণের মধ্যেই সান্দাকফু ও সংলগ্ন অঞ্চল ঢেকে যায় সাদা বরফের চাদরে। তাপমাত্রা দ্রুত নামতে শুরু করে। ঠান্ডার কামড় যেন আরও বাড়িয়ে দেয় রোমাঞ্চের অনুভূতি।
সান্দাকফুতে মরসুমের তুষারপাত, উচ্ছ্বসিত পর্যটকরা pic.twitter.com/3URII3ezEL
— TOB DIGITAL (@DigitalTob) May 1, 2025
তুষারে ঢাকা রাস্তাঘাট, গাছপালা, বাড়িঘর এক মনোরম দৃশ্য তৈরি করে, যা উপভোগ করতে ব্যস্ত হয়ে পড়েন পর্যটকরা। অনেকেই তুষারের ওপর খেলা, সেলফি তোলা কিংবা বরফ দিয়ে স্নোম্যান বানাতে দেখা যায়। শিশু থেকে বৃদ্ধ—সকলেই প্রকৃতির এই বিরল রূপ দেখে অভিভূত।
স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের মতে, এই সময়ে এত পর্যটকের আগমন বিরল। সান্দাকফুর হোমস্টে, লজ, হোটেলগুলিতে পর্যটকদের ভিড় উপচে পড়ছে। তুষারপাতের খবরে আরও অনেকেই সেখানে যাওয়ার পরিকল্পনা করছেন। তবে, পর্যটকদের এই আনন্দের মাঝেই চিন্তার ভাঁজ দেখা দিয়েছে পরিবেশবিদ ও আবহাওয়াবিদদের কপালে। অসময়ে তুষারপাত জলবায়ু পরিবর্তনেরই ইঙ্গিত কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
আবহাওয়া পরিবর্তনের এই প্রবণতা প্রকৃতির ভারসাম্যে প্রভাব ফেলতে পারে বলেও মত বিশেষজ্ঞদের। সব মিলিয়ে একদিকে যেখানে প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ মুহূর্তের সাক্ষী হতে পেরে খুশি পর্যটকরা, অন্যদিকে পরিবেশ নিয়ে চিন্তিত বিজ্ঞানীরা ও স্থানীয় প্রশাসন।