ড্রাইভারের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল শিয়ালদহ-ক্যানিং লোকাল
Sealdah-Canning Local was saved from a major accident due to the actions of the driver

Truth Of Bengal : আজ চারটে নাগাদ শিয়ালদা থেকে ক্যানিংগামী ট্রেন ঘুটিয়ারি শরীফ স্টেশন ছাড়ার পর হঠাৎ ট্রেনের লাইন বসে যায়। ট্রেন কাত হয়ে পড়ে একদিকে। তড়িঘড়ি ড্রাইভারের তৎপরতায় ট্রেন থামিয়ে দেওয়া হয়। যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। ট্রেন একদিকে হেলে পড়ায় যাত্রীরা ট্রেন থেকে লাফ দিয়ে রেল লাইনে নেমে পড়ে।
ড্রাইভারের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল শিয়ালদহ-ক্যানিং লোকাল pic.twitter.com/wvlp4gLOEx
— TOB DIGITAL (@DigitalTob) September 17, 2024
জানা যায়, আজ চারটে নাগাদ শিয়ালদা থেকে ক্যানিং এর দিকে যাচ্ছিল একটি লোকাল ট্রেন। ট্রেনটি ঘুটিয়ারি শরীফ স্টেশন ছাড়ার পর হঠাৎ রেললাইনে বসে যায়। ফলে একদিকে ট্রেন কাত হয়ে পড়ে। দুর্ঘটনার আঁচ পেয়ে তড়িঘড়ি ড্রাইভার ট্রেনটি থামিয়ে দেয়। ট্রেন একদিকে হেলে পড়ায় যাত্রীরা ট্রেন থেকে লাফ দিয়ে রেল লাইনে নেমে পড়ে।
তাড়াহুড়ো করে নামার সময় বেশ কয়েকজন যাত্রী আহত হয়। যাত্রীরা নেমে যায় ট্রেন থেকে। আধঘন্টা পর ট্রেনটিকে ধিরে ধিরে বসে যাওয়া ওই লাইন থেকে বের করে নিয়ে আসা হয় তারপরে ক্যানিংয়ের উদ্দেশ্যে রওনা দেয় এই ঘটনাকে কেন্দ্র করে এর যথেষ্ট চঞ্চল্য ছড়ায়।