
The Truth Of Bengal: শুভেন্দু গড়ে পুলিশকে হুমকির ফোন। ‘এক্কেবারে নিকেশ করে দেব’ বার্তা গেল এসডিপিও আই সির কাছে। কাঁথির মহকুমা পুলিশ আধিকারিক, আইসি ও এক তদন্তকারী অফিসারকে ফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ। মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাসের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কাঁথি থানার পুলিশ। বহরমপুরে তার পরিবারকেও খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।
এছাড়াও হুমকি দেওয়া হয়েছে কাঁথি থানার আইসি প্রদীপ কুমার দাস ও থানার সাব-ইন্সপেক্টর গোলাম মুস্তফাকে। গত আট তারিখ দুটি পৃথক নাম্বার থেকে হুমকির ফোন আছে এসডিও-র কাছে। হুমকি ফোনের কথোপকথন রেকর্ড করেছেন মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাস। পুলিশের প্রাথমিক অনুমান এই প্রাণনাশের হুমকির ঘটনায় মুর্শিদাবাদের শালার এর বাসিন্দা জড়িত থাকতে পারে। অভিযুক্ত মোঃ নিয়ামুল হুদ্দা আগে কাঁথির কোন মামলায় ধরা পড়েছিল সে।অভিযুক্তএর খোঁজে তল্লাশি চালাছে পুলিশ।