রাজ্যের খবর

স্কুলের ভিতর ভয়ঙ্কর সাপ! স্কুলের মধ্যেই সাপেদের ঘর! কোথায় জানেন?

Scary snakes inside the school! Snakes' den inside the school! Do you know where?

Truth Of Bengal: রাসেল ভাইপার, গোখরো, চন্দ্রবোড়া ভয়ঙ্কর সব বিষাক্ত সাপ স্কুলে। স্কুলের মধ্যেই সাপেদের ঘর! আতঙ্কে স্কুল ছাড়া ছাত্রছাত্রী। গোটা স্কুল ভগ্নপ্রায়। দেওয়ালে দেওয়ালে ফাটল। একা প্রধান শিক্ষক সামলাচ্ছেন স্কুল। মালদার ইংরেজবাজার পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের মধ্যে মালদা শহরেই এমন কান্ড! রেন্টাল হাউসিং এস্টেট প্রাথমিক বিদ্যালয়।

যেকোনো সময় পড়ে যেতে পারে দেওয়াল। অন্ধকার স্যাঁতসেঁতে ঘর। আতঙ্কে ঘরে ঢোকেন না প্রধান শিক্ষক। বাইরে চেয়ার নিয়ে বসেন। এই নিয়ে বহুবার ডিপিএসসিকে জানিয়েও ফল কিছু হয় নি। এই পরিস্থিতিতে সাপ আতঙ্কে কোনো পড়ুয়াও আসেনি বিদ্যালয়ে। সাপের ভয়ে অভিভাবকরা ছেলে মেয়েদের স্কুলে পাঠাচ্ছেন না। দিন কয়েক আগে স্কুল থেকে উদ্ধার হয়েছে রাসেল ভাইপার।

নিজস্ব চিত্র

শুধু তাই নয় সাপের কামড়ে আহত হয়েছিলেন হাউসিং এর এক বাসিন্দাও। পরিস্থিতি এতটায় খারাপ প্রধান শিক্ষিকা স্কুলে আসলেও তার মেয়েকে সঙ্গে করে আনেন না তিনি। কখন কি হয়ে যাবে সেই আতঙ্কে। পাশাপাশি সাপের ভয়ে মিড ডে মিলের রাঁধুনিরাও আসছেন না।

ফলে মিড ডে মিল ও বন্ধ হয়ে পড়ে রয়েছে। সংশ্লিষ্ট বিদ্যালয়ে সাপের আতঙ্ক রয়েছে, একাধিকবার সাপও উদ্ধার হয়েছে। বিষয়টি নিয়ে আমরাও চিন্তিত রয়েছি। তবে দ্রুত সেই সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস ডি আই মলয় মন্ডলের। সাপ ধরে এমন সংগঠনকেউ ইতিমধ্যে জানানো হয়েছে। তাদের প্রশিক্ষিত সদস্যরাও শীঘ্রই এসে বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Related Articles