‘৫০ দিনের মধ্যে শাস্তি চাই’, আরজি কর কাণ্ডে ফের সরব অভিষেক
Sarab Abhishek again in the RG Kar case

Truth Of Bengal : জয় চক্রবর্তী : শেষ পর্যন্ত নিরবতা ভাঙলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধর্ষণ ও মহিলাদের উপর অত্যাচার নিয়ে যাতে কড়া আইন বলবৎ করা যায় তার জন্য সমস্ত রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে চাপ দিক। এক্স হ্যান্ডেলে বার্তা অভিষেকের। ঘটনা ঘটার পঞ্চাশ দিনের মধ্যেই অপরাধী চিহ্নিত এবং তার বিরুদ্ধে কড়া আইন প্রয়োগ করে শাস্তির ব্যবস্থা করা প্রয়োজন।
Over the past 10 days, while the nation has been protesting against the #RGKarMedicalcollege incident and demanding justice, 900 RAPES have occurred across different parts of India – DURING THE VERY TIME WHEN PEOPLE WERE ON THE STREETS PROTESTING AGAINST THIS HORRIBLE CRIME.…
— Abhishek Banerjee (@abhishekaitc) August 22, 2024
আরজি কর কাণ্ডের পর দ্বিতীয়বার সোশ্যাল মিডিয়াতে বক্তব্য পেশ করলেন অভিষেক। আরজি করের ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই সিবিআই তদন্তের ক্ষেত্রে নির্দিষ্ট পথ ধরে এগোচ্ছে। স্বাধীনতা দিবসের আগের রাতে কলকাতার আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেল বার্তা দিয়েছিলেন জনপ্রতিনিতি হিসাবে। কিন্তু তারপর বেশ কয়েকটা দিন নিরব ছিলেন অভিষেক। তিনি সোশ্যাল মিডিয়াতে বার্তা দিয়েছেন, যখন আরজি করের ঘটনা নিয়ে প্রতিবাদে সামিল মানুষ তখন বিগত ১০ দিনে ৯০০ টি ধর্ষণের ঘটনা ঘটেছে দেশে। প্রতিদিন ৯০ টি করে ধর্ষণের রিপোর্ট লেখা হচ্ছে।
প্রতি ১৫ মিনিটে একটি করে ধর্ষণের অভিযোগ দায়ের হচ্ছে। অভিষেক উসমা প্রকাশ করে লিখেছেন, এইসব জঘন্য ঘটনার পরিপ্রেক্ষিতে স্থায়ী এবং দীর্ঘমেয়াদী সমাধান সূত্র বার করা যায়নি। তিনি আরো বলেছেন, ধর্ষণের এবং মহিলাদের ওপরে অত্যাচারের ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশ জুড়ে যাতে কেন্দ্রীয় সরকার কড়া আইন বলবৎ করে, তার জন্য সমস্ত রাজ্যের উচিত কেন্দ্রীয় সরকারকে চাপ দেওয়া। আরজি কর কাণ্ডের জেরে অভিষেকের নীরবতা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন ছিল। বৃহস্পতিবার জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সোশ্যাল মিডিয়াতে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।