রাজ্যের খবর

জলের তোড়ে ভাসল বাঁশের তৈরি সাঁকো, ডেবরায় বন্ধ পারাপার

Sanko made of bamboo floated in the water, crossing closed in Debra

Truth Of Bengal : শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর :- মাসখানেক আগে বন্যার প্রভাব কাটিয়ে সবে ছন্দে ফিরেছে ঘাটাল, কেশপুর ও ডেবরা সহ পশ্চিম মেদিনীপুর জেলার এলাকা। ফের ঘূর্ণিঝড় দানা-র প্রভাবে শুরু হয়েছে জেলা জুড়ে বৃষ্টি। অতিবৃষ্টির ফলে জলের তোড়ে ভেসে যাচ্ছে বাঁশের সাঁকো! তার মধ্যেই আটকে রয়েছে কয়েকজন।

শুক্রবার সকালে ডেবরার কাঁসাই নদীর বাঁশের সাঁকো ভেসে যাওয়ার ভিডিও ভাইরাল হয়। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৪ নং খানামোহান গ্রাম পঞ্চায়েতের খানামোহান নদী ঘাট। যেই ঘাট দিয়ে বাঁশের সাঁকোর মধ্য দিয়ে কেশপুর ও ডেবরার যোগাযোগ স্থাপন হয়। সেই সাঁকো গতকাল সেই নদী ঘাটের বাঁশের সাঁকো জলের তোড়ে ভেসে যায়। আর তার মধ্যে কয়েকজন আটকে যায়। একজনকে ঝাঁপ দিতেও দেখা যায়। যেই ভিডিও ইতিমধ্যে সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও এর সত্যতা যাচাই করেনি আমরা।

ভিডিও ভাইরাল হতেই হলুস-স্থুল পড়ে যায় এলাকায়। বাঁশের তৈরি সাঁকো অর্থাৎ অস্থায়ী ব্রিজ ভেঙে যাওয়ার ফলে, মানুষজনকে নৌকায় পারাপার করতে হচ্ছে। যার ফলে অসুবিধার সম্মুখীন হচ্ছে এলাকার মানুষ। ভারি কোন মাল নিয়ে পারাপার করতে পারছে না তারা। তাই চিন্তিত এলাকার মানুষ। কবে তৈরি হবে নতুন করে আবার পুল, সেদিকেই তাকিয়ে রয়েছে কেশপুর ও ডেবরার সংযোগকারী সেতুর পার্শ্ববর্তী এলাকার মানুষজন।

Related Articles