রাজ্যের খবর

বিশ্বভারতীতে মেয়াদ শেষ সঞ্জয় কুমার মল্লিকের, নতুন উপাচার্য নিয়োগ কবে?

Sanjay Kumar Mallick's tenure in Visva Bharati is over, when will the new vice-chancellor be appointed?

The Truth Of Bengal : বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী মেয়াদ শেষ হতেই ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছিলেন অধ্যাপক সঞ্জয় কুমার মল্লিক। কিন্তু তারও মেয়াদ শেষ হচ্ছে মে মাসেই এমনটাই সূত্রের খবর। আর নির্বাচন প্রক্রিয়ার মধ্যে নতুন উপাচার্য নিয়োগ হবেন কিনা বা বিশ্ববিদ্যালয়েরই কেউ আবার উপাচার্যের দায়িত্ব নেবেন কিনা তা নিয়ে বিশ্বভারতীতে শুরু হয়েছে জল্পনা।

প্রসঙ্গত, ৮ নভেম্বর উপাচার্য হিসেবে বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষ হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক সঞ্জয় কুমার মল্লিক। বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষ হতেই বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্য নিয়োগের দাবি তোলেন সকলেই। স্থায়ী উপাচার্য নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়। স্থায়ী উপাচার্য পদে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং সেই অনুযায়ী অনেকেই আবেদন করেন। যার মধ্যে বিশ্বভারতীর কিছু অধ্যাপক অধ্যাপিকাও রয়েছেন। এদের মধ্যে বাঁচাই করা আবেদনকারীদের ২২ -২৩ এপ্রিল দিল্লির ইন্টার ইউনিভার্সিটি অ্যাকসেলেটর সেন্টারে ডেকে পাঠানো হয়। সেখানে স্থায়ী উপাচার্য নিয়োগের একটি প্যানেল তৈরি করে, বেশ কয়েকটি নাম প্রস্তাব করা হয় বলে সূত্রের খবর। তবে দেশে চলছে লোকসভা নির্বাচন।এই নির্বাচন প্রক্রিয়া চলাকালীন উপাচার্য পদে নতুন উপাচার্য বসবেন কিনা বা বিশ্ববিদ্যালয়েরই কেউ উপাচার্যের দায়িত্বভার গ্রহণ করবেন কিনা তা নিয়ে চাপানোতোর তৈরি হয়েছে। কর্মী অধ্যাপকদের অনেকেই বলছেন, নতুন উপাচার্য না এলে হেরিটেজ সংরক্ষণের কাজ, বিশ্বভারতীতে শূন্য পদ পূরণ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ আটকে যাবে।

Related Articles