রাজ্যের খবর

Sandeshkhali Incident : সন্দেশখালিতে দিলীপের উপর হামলার ঘটনায় গ্রেফতার আরও ১ বিজেপি কর্মী

Sandeshkhali Incident : 1 more BJP worker arrested in connection with attack on Dileep in Sandeshkhali

The Truth Of Bengal : সন্দেশখালি তে তৃণমূল নেতার উপর হামলার ঘটনায় গ্রেফতার আরও এক বিজেপি কর্মী । দিলীপ মল্লিক এর উপর হামলার ঘটনায় গ্রেফতার করা হলো আরো একজনকে। এই ঘটনায় এর আগে এক মহিলা সহ চারজনকে গ্রেফতার করে পুলিশ। মোট গ্রেফতারির সংখ্যা দাঁড়ালো পাঁচ।

দিলীপ মল্লিকই ভাইরাল ভিডিয়ো বানিয়ে ছড়িয়েছে বলে বিক্ষোভ দেখাতে থাকেন মহিলারা। পরিস্থিতি বেগতিক বুঝে পালিয়ে একটি বাড়িতে আশ্রয় নেন সুকুমার মাহাতো ও দিলীপ মল্লিক। সেখান থেকে দিলীপবাবুকে টেনে বার করে লাঠিপেটা করতে থাকেন বিক্ষোভকারীরা। কিল-চড়- ঘুসি কিছুই বাদ যায়নি।

Related Articles