রাজ্যের খবর

২৬-এর বিধানসভায় নির্বাচনের আগে ফের উত্তপ্ত সন্দেশখালি

Sandeshkhali heats up again ahead of 26th assembly elections

Truth Of Bengal: বসিরহাট থেকে মন্টু সাহাজী: সন্দেশখালিতে বিজেপির হাতে আক্রান্ত তৃণমূল নেতা। এই ঘটনার জেরে পাল্টা বিজেপির দাবি, তাদের কর্মীরাও আক্রান্ত হয়েছে। এই ঘটনার পর দুই দল একে অপরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়। আরও জানা যায়, তৃণমূল- বিজেপি উভয় পক্ষের থেকে জখম ৮ জন ও হাসপাতালে ভর্তি ১ জনের অবস্থা আশঙ্কাজনক। শুরু করেছে । এই নিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ চালিয়েছে বিজেপি ও তৃণমূল।

জানা যায়, শনিবার সকাল ১০টা নাগাদ চায়ের দোকানে এক দল তৃণমূল কর্মী চা খাচ্ছিল। সেই সময় বিজেপি নেতা ইয়াকুব বৈদ্যের নেতৃত্বে একদল দুষ্কৃতী পাখিরালা মৌজায় ১৯২ এবং ১৯৩ বুথে তৃণমূল কর্মীদের উপরে আক্রমণ চালায়। ছয় থেকে সাত জনের একে অপরের উপরে প্রাণঘাতী হামলা চালায়।

তারা প্রত্যেকেই গুরুতরভাবে আহত হন ও একজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় পাল্টা বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য বলেন, জেলাখালি পঞ্চায়েতের প্রধান সাইফুদ্দিন মোল্লার নেতৃত্বে আমাদের কর্মীদের উপর হামলা চালিয়েছে ও ঘরবাড়ি ভাঙচুরও করা হয়েছে।

এই ঘটনার খবর মিলতেই ঘটনাস্থলে সন্দেশখালি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর সন্দেশখালি থানায় দুই দলের কর্মীরা একে অপরের বিরুদ্ধে পাল্টা লিখিত অভিযোগ দায়ের করেছে। জেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles