রাজ্যের খবর
পথ নিরাপত্তা বাড়াতে আয়োজিত হল ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’
'Safe Drive Save Life' organized to increase road safety

Truth Of Bengal: পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষ্যে জেলা প্রশাসনিক ভবনের সামনে সেফ ড্রাইভ সেভ লাইফের উদ্বোধন করা হলো। সোমবার বিকেলে মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে সেভ ড্রাইভ সেফ লাইফের ট্যাবলোর উদ্বোধন করেন জেলাশাসক নীতিন সিংহানিয়া। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক দেবাহুতি ইন্দ্র, জেলা আরটিও অমিতাভ চক্রবর্তী, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরি প্রমুখ। এদিন সুসজ্জিত বিভিন্ন ধরনের গাড়িগুলিতে পথ নিরাপত্তা সপ্তাহের ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে প্রচার করা হয়।