“সংসার করলেন না, মা হলেন না, জ্ঞান দেবেন না”, মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ রুদ্রনীল ঘোষের
Rudranil Ghosh's ugly attack on Chief Minister

The Truth Of Bengal : রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে নির্বাচন কমিশনের তোপের মুখে পড়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দিলীপ ঘোষকে শোকজ করে নির্বাচন কমিশন। একই রকম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন বিজেপির তমলুকের প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওই একই পথ ধরে মমতা বন্দ্যোপাধ্যায় কে ব্যক্তিগত আক্রমণ করলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। একদিকে ব্যক্তিগত আক্রমণ অন্যদিকে কুরুচিকর কথাবার্তা বলে আবারও বিজেপির সেই চেনা সংস্কৃতিকে সামনে তুলে ধরলেন এই অভিনেতা-নেতা।
“আপনি সংসার করলেন না, মা হলেন না, জ্ঞান দেবেন না” – মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ রুদ্রনীল ঘোষের #mamatabanerjee #rudranilghosh pic.twitter.com/3E94nDvUAi
— TOB DIGITAL (@DigitalTob) May 18, 2024
আরামবাগ লোকসভা কেন্দ্রের চন্দ্র কোনায় বিজেপি প্রার্থীর সমর্থনে নির্বাচনী সভায় যোগ দিয়েছিলেন রুদ্রনীল ঘোষ। ওই সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কে উদ্দেশ্য করে কুরুচিকর আক্রমণ করেন তিনি। টেনে আনেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে ব্যক্তিগত বিষয়। রুদ্রনীল যে ভাষা প্রয়োগ করেন তা মুখে আনতেও লজ্জা হয়। বিজেপির এই নেতা বলেন, ” আপনি মা হলেন না তাই জ্ঞান দেবেন না”। বিজেপির এই নেতা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে আরও বলেন, “সংসার তো করলেন না তাই সংসার নিয়ে জ্ঞান দেবেন না।” এই প্রসঙ্গে রুদ্রনীল হিন্দু মুসলিম প্রসঙ্গ টেনে আনেন। হিন্দু মা, মুসলমান মা বলেও বিভাজনের রাজনীতি করেন বিজেপির এই নেতা। দিলীপ ঘোষ থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তারপর রুদ্রনীল ঘোষ। একের পর এক বিজেপি নেতা টার্গেট করেছেন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে। তাদের আক্রমণে নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়। আর আক্রমণ করতে গিয়ে সমস্ত সৌজন্যের বিসর্জন দিয়েছেন তারা। টেনে আনছেন কুৎসা ও ব্যক্তি আক্রমণ। এই বক্তব্যের কড়া সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশন দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন দাবী তৃণমূলের। শুধু শোকজ নয়, ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তৃণমূল।