রাজ্যের খবর

Mamata Banerjee: কৃষক বন্ধু প্রকল্পে ২৯০০ কোটি টাকা সহায়তা

Rs. 2900 Crore assistance to Farmers Bandhu Scheme

The Truth of Bengal: কৃষক বন্ধু প্রকল্পে ২৯০০ কোটি টাকা সহায়তা প্রদানের কথা ঘোষণা করল রাজ্য। এই প্রকল্পের সুবিধা পাবেন এক কোটি পাঁচ লক্ষ কৃষক ও বর্গাদার। মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে নিজের মত ব্যক্ত করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন, কৃষকদের জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে এই অর্থ সাহায্য ঘোষণা করতে পেরে তিনি আনন্দিত। বুধবার থেকে ২৯৩ কোটি টাকা ছাড়া শুরু হয়েছে। ২.১০ লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা পৌঁছে যাবে। রবি মরসুমে প্রতিকূল আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয় ফসল। ক্ষতির শিকার হন কৃষকরা। তাদের পাশে আছে রাজ্য সরকার।

বুধবার থেকে কৃষকবন্ধু (নতুন) প্রকল্পে কৃষকদের টাকা দেওয়া শুরু করে দিল নবান্ন। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৯০০ কোটি টাকার সহায়তার ঘোষণার পাশপাশি আরও জানিয়েছেন, ‘বাংলা শস্য বীমা’র আওতায় সারা রাজ্যের ২ লক্ষ ১০ হাজার কৃষককেও সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২৯৩ কোটি টাকা আর্থিক সহায়তা প্রদানও শুরু করা হয়েছে। বুধবার থেকে এই প্রকল্পেরও সহায়তা দেওয়া শুরু হল। বর্তমানে এক একর বা তাঁর বেশি জমি যেসব কৃষকের আছে উৎপন্ন ফসলের ভিত্তিতে বছরে দুই কিস্তিতে সর্বাধিক ১০ হাজার টাকা সহায়তা দেয় রাজ্য সরকার। জমি এক একরের কম হলে দুই কিস্তিতে সর্বাধিক ৪ হাজার টাকা পান চাষিরা। এই প্রকল্প চালু হয় ২০১৯ সালে। প্রকল্প চালু হওয়ার পর থেকে ‘বাংলা শস্য বিমা’ প্রকল্পে ১ কোটি ক্ষতিগ্রস্ত কৃষককে মোট ৩ হাজার ১৩৩ কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সামাজিক মাধ্যমে লিখেছেন, কৃষকদের বিপদে কৃষকদের পাশে থাকতে পেরে আমি গর্বিত।

Related Articles