মাদুরহাটে অত্যাধুনিক মেশিন কেনার জন্য মিলল ২৫ লক্ষ টাকা
Rs 25 lakh found for buying modern machine in Madurhat

Truth Of Bengal: সবং বিখ্যাত মাদুর শিল্পের জন্য। গ্রাম কিংবা শহর, শহরতলীতে ব্যবহৃত হয় সেই মাদুর। তাই সেই শিল্পের কথা মাথায় রেখে সবং এ তৈরি করা হয়েছে মাদুরহাট। আর সেখানেই অত্যাধুনিক মেশিন কেনার জন্য এল প্রায় ২৫ লক্ষ টাকা। এমনটাই জানিয়েছেন রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া।
বলা বাহুল্য, মাদুরহাটের উদ্বোধন করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার সেখানেই লক্ষাধিক টাকা খরচ করে এল অত্যাধুনিক মেশিন। যাতে অল্প সময় ব্যয় করে তৈরি হয় নানান মাদুর। এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া বলেন, মাদুর তৈরির জন্য মিলেছে প্রায় ২৫ লক্ষ টাকা। এই টাকা দিয়ে মাদুর কেনা হবে। সেইসঙ্গে মাদুরহাটে থাকবে গোডাউন। আর এখানেই কোন কারনে বিক্রি না হওয়া মাদুর শিল্পীরা সেগুলি স্টোর করে রাখতে পারবেন।
উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুরের সবং –এর জনসংখ্যা প্রায় তিন লক্ষ আট হাজার। প্রায় ৭১ হাজার পরিবার বসবাস করে। এনাদের মধ্যে ১ লক্ষ ৪১ হাজার মাদুর শিল্পী। যার মধ্যে ৯০% মহিলা শিল্পী। আর তাদের জন্য এবার অত্যাধুনিক মেশিন কেনার টাকা এল সবং –এ।