হাওড়া স্টেশনে চুরি ছিনতাই রুখতে নয়া উদ্যোগ নিল আরপিএফ
RPF has taken a new initiative to prevent robbery at Howrah station

The Truth Of Bengal: দিনের পর দিন হাওড়া স্টেশনে ভিড়ের জন্য অপরাধ ক্রমাগত বাড়ছে। এবার ভিড়ে লাগাম টানতে আরপিএফ নতুন সিদ্ধান্ত নিতে চলেছে। অপরাধ কমাতে এবার ভিড়ের চাপে নজরদারির সুবিধার্থে লোকাল ট্রেনে যাত্রীদের ওঠানামার ক্ষেত্রে বিশেষ কিছু পদ্ধতি মানতে হবে। এজন্য হাওড়া স্টেশনে শুরু হতে চলেছে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা। ইতিমধ্যে হলুদ রং দিয়ে বিশেষ ‘নির্দেশিকা’ আঁকাও হয়েছে হাওড়ার ৪-৫ নম্বর প্ল্যাটফর্মে। হাওড়া স্টেশনের স্টেশন ম্যানেজার রাজেশ কুমার জানান, “লোকাল ট্রেনে ভিড় এড়াতে যাত্রী নামাওঠার উপর বিশেষ কিছু নিয়ন্ত্রণ আনতে চলেছে আরপিএফ।
এজন্য যে দুটি প্ল্যাটফর্মে লোকাল ট্রেনের গেটগুলি পড়বে সেই জায়গাগুলিতে নির্দেশিকা লাইন টানা হয়েছে। তাতে যাত্রীদের উদ্দেশ্যে স্পষ্ট করে বলা হয়েছে, যাত্রীদের জন্য লোকাল ট্রেনের গেটে যে রড থাকে তার ডানদিক দিয়ে ওঠার জন্য এবং বামদিক দিয়ে নামার জন্য ব্যবস্থা থাকবে। আর এই পুরো বিষয়টার ওপর নজর রাখবে আরপিএফ। পূর্ব রেলের আরপিএফের তরফে জানানো হয়েছে, লোকাল ট্রেনগুলিতে এমনিতেই অত্যাধিক ভিড় হয় ফলে হাওড়ায় ট্রেন ঢোকার সময় ট্রেনে ওঠানামার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। এমতাবস্থায় ভিড়ের চাপে পড়ে যাত্রীদের বিশেষ করে মোবাইল ছিনতাইয়ের সাথে একাধিক অপরাধমুলক ঘটনা ঘটে থাকে। এইসব চুরি ছিনতাইয়ের মতো ঘটনা রুখতেই আরপিএফের তরফে এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।