রাজ্যের খবর
মৈপীঠে রয়্যাল বেঙ্গলের থাবা, তারপর যা ঘটল….., দেখুন সেই ভিডিও
Royal Bengal's win at Maipith, what happened next....., watch the video

Truth Of Bengal: মৈপীঠে নগেনাবাদ গ্রামে বাঘের আক্রমণে গুরুতর আহত এক বন কর্মী। আহত বনকর্মীর নাম গনেশ শ্যামল। রবিবার রাত্রে নদী পেরিয়ে নগেনাবাদ এলাকায় চলে আসে একটি বাঘ। রাতেই জাল দিয়ে ঘেরা হয় গ্রাম। সকালে গ্রামের অন্যপ্রান্তে বাঘ দেখতে পেয়ে বনদফতরের কর্মীরা গেলেই আক্রমণ করে বাঘ।
মৈপীঠে রয়াল বেঙ্গলের থাবা, তারপর যা ঘটল….., দেখুন সেই ভিডিও pic.twitter.com/apiP6uHNx1
— TOB DIGITAL (@DigitalTob) February 10, 2025
এদিন দক্ষিণ চব্বিশ পরগণায় বাঘ তাড়াতে গিয়ে গুরুতর জখম হলেন এক। ঝাঁপিয়ে বনকর্মীর মাথা কামড়ে ধরে বাঘ৷ তড়িঘড়ি লাঠিসোটা নিয়ে পাল্টা রয়্যাল বেঙ্গল টাইগারকে আক্রমণ করেন অন্য বনকর্মীরা৷ বাঘের মুখ থেকে আহত বনকর্মীকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷
ওই বনকর্মী গুরুতর আহত হয়েছে, আমতলা গ্রামীণ হাসপাতালে তাঁকে পাঠানো হয়েছে৷ বাঘটি এখনও ওই এলাকাতে রয়েছে বলে খবর৷ ঘটনাস্থলে পৌঁছেছে মৈপীঠ কোস্টাল থানার পুলিশ৷ এলাকা ঘেরার কাজ করছে বন দফতর৷