রাজ্যের খবর

রয়্যাল বেঙ্গল টাইগার- এর থাবা, কাঁকড়া ধরতে গিয়ে সুন্দরবনে বিপদ

Royal Bengal Tiger's paws, danger in Sundarbans while trying to catch crabs

Truth Of Bengal: আবারও সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে গুরুতর জখম হলেন কুলতলীর মৈপিঠের এক বাসিন্দা। কোস্টাল থানার নগেনাবাদের বাসিন্দার শুকদেব সাফুই। গত ২৯ শে নভেম্বর রায়দিঘি রেঞ্জের নলগোঁড়া বিট থেকে বৈধ পাস নিয়ে সুন্দরবনের কলস দ্বীপে কাঁকড়া ধরতে যান সুকদেব সাপুই, মনোরঞ্জন সাঁপুই, বিশ্বজিত মন্ডল, গনেশ মিদ্ধে বেশ কয়েকদিন কাঁকড়া ধরার পর মঙ্গলবার সকালে কলোস দ্বীপের কাছে তারা কাঁকড়া ধরার বেড়ি ফেলছিল।

হঠাৎ সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার সুকদেব এর ওপর ঝাঁপিয়ে পড়ে। নৌকায় থাকা সহকর্মীরা তাদের কাছে থাকা লাঠি বাড়ি নিয়ে বাঘকে তাড়া করে। আর এতেই বাঘ সুকদেবকে ছেড়ে জঙ্গলে চলে যায়। সঙ্গে থাকা সহকর্মীরা তাকে নিয়ে আসে স্থানীয় নগেনাবাদ গ্রামীণ চিকিৎসক গৌড় হরি শীট এর চিকিৎসা কেন্দ্রে। সেখান থেকে কলকাতার মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। পরে ওখান থেকে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যায়। এই মুহূর্তে তার অবস্থার অবনতি হওয়ায় পরিবারে চরম আশঙ্কা তৈরি হয়েছে। একমাত্র রোজগেরের এই অবস্থা হওয়ায় কিভাবে চলবে তাদের সংসার। বাড়িতে একমাত্র রোজগেরে শুকদেব।

Related Articles