ভোটের ফল ঘোষণার আগে গোলাকার সুতলি উদ্ধার, শান্তিপুরে বোমাতঙ্ক
Round twine recovered before announcement of election results, bomb blast in Shantipur

The Truth Of Bengal : নদিয়া, মাধব দেবনাথ : ভোটের ফল ঘোষণা হওয়ার আগে এক বাড়ি থেকে গোলাকার সুতলি উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি নদীয়ার শান্তিপুর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের।
সূত্রের খবর, গতকাল রাতে ওই এলাকার উজ্জ্বল বিশ্বাস নামে এক ব্যক্তির বাড়িতে হঠাৎই পুলিশ হানা দেয়, আর সেখান থেকে উদ্ধার হয় পরপর দুটি গোলাকার সুতুলি। তবে পুলিশের প্রথমে প্রাথমিক ধারণা হয়, এটি হয়তো বোম হতে পারে। সাথে সাথেই গোলাকার সুতলি দুটি উদ্ধার করে পুলিশ, পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য উজ্জ্বল বিশ্বাসকে আটক করা হয়। অন্যদিকে সোমবার সকালে উজ্জ্বল বিশ্বাসের বাড়িতে গেলে পরিবারের কেউ না থাকায় প্রতিবেশীরা জানান, তারা জানতে পারেন পুলিশ এসে গোলাকার সুতলি দুটি উদ্ধার করে নিয়ে গেছে, তবে প্রথমে অনেকের মনে আতঙ্ক সৃষ্টি হয়। যদিও এই ঘটনায় এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে, শান্তিপুর থানার পুলিশ।