রাজ্যের খবর

বসিরহাটে ডাকাতির ছক বানচাল, তিন দুষ্কৃতী গ্রেফতার

Robbery plot foiled in Basirhat, three miscreants arrested

Truth Of Bengal:  মণ্টু সাহাজী, বসিরহাট: বৃহস্পতিবার গভীর রাতে বসিরহাট থানার পুলিশের তৎপরতায় বড়সড় ডাকাতির ছক বানচাল হল ধলতিথা এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে বসিরহাট থানার পুলিশ জানতে পারে যে, একটি দুষ্কৃতী দল ওই এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জমায়েত হয়েছে। এরপরই তাৎক্ষণিকভাবে পুলিশ সেখানে হানা দেয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন দুষ্কৃতী অন্ধকারে পালিয়ে গেলেও, তিন জনকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় একটি গুলিভর্তি পাইপগান, এক রাউন্ড গুলি, একটি ধারালো দা ও একটি সাবল। এই অস্ত্র ও সরঞ্জাম থেকে পরিষ্কার যে বড়সড় কোনও অপরাধমূলক ঘটনার পরিকল্পনা ছিল তাদের।

পুলিশ শুক্রবার তিনজন ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করেছে। একই সঙ্গে বসিরহাট থানার তরফে জানানো হয়েছে যে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পলাতক বাকি সদস্যদের খোঁজ শুরু হয়েছে। এদিকে, এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে উত্তেজনা। তবে পুলিশের তৎপরতায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে মত স্থানীয় বাসিন্দাদের। এই ঘটনা ফের প্রমাণ করল, পুলিশের সক্রিয় ভূমিকা না থাকলে রাতের অন্ধকারে এলাকায় নেমে আসত সন্ত্রাসের ছায়া।

Related Articles