রাজ্যের খবর

বুধবার রাত থেকেই রাস্তা মেরামতির কাজ শুরু! নির্দেশ রাজ্য সরকারের

Road repair work started on Wednesday night! State Govt

The Truth Of Bengal: বৃষ্টির জেরে বহু সড়কেরই করুণ অবস্থা হয়েছে। বেড়ে যাচ্ছে খানাখন্দ, যার জেরে গাড়ির গতিও ক্রমশ কমছে, সাথে যানজটেরও সৃষ্টি হচ্ছে। দ্রুত গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনাও ঘটছে অনেক রাস্তায়। ভিআইপি রোড-সহ রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা খানাখন্দে ভরা। সড়ক মেরামতির কাজ বুধবার রাত থেকেই শুরু করতে হবে, এমনই নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে সামলে গাড়ি চালাতে গিয়ে গাড়ির গতি ক্রমশ কমছে। যার জেরে যানজট তৈরি হচ্ছে নানা সড়কে। রাজ্য সরকার শুরু থেকেই রাস্তার রক্ষণাবেক্ষণ ও মেরামতি নিয়ে সচেষ্ট। কলকাতা সহ বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ রাস্তাগুলিরও করুণ দশা। খোদ মুখ্যমন্ত্রীর দফতরে এই নিয়ে নানা অভিযোগ এসেছে। তাই তড়িঘড়ি সড়ক মেরামতির কাজ শুরুর নির্দেশ রাজ্য সরকারের।

রাজ্য পূর্ত দফতরের তরফ থেকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের বিভিন্ন এলাকার রাস্তা মেরামতি করার নির্দেশ দেওয়া হয়েছে। পূর্ত দফতরের অধীনে থাকা রাস্তাগুলির যান চলাচল স্বাভাবিক করতে এবং গাড়ির গতিবিধি বাড়াতে মেরামতি আবশ্যক। সে কারণে তড়িঘড়ি রাস্তা মেরামতির কাজ শুরু করে দিতে হবে, পূর্ত দফতর এমনই নির্দেশ দিয়েছে। বুধবার পূর্ত দফতর ভিডিও কনফারেন্স মাধ্যমে বিভিন্ন জেলার বেহাল রাস্তাগুলো মেরামত করার নির্দেশ দিয়েছে। জাণা গিয়েছে, বুধবার রাত থেকেই রাস্তা মেরামতের কাজ শুরু হোয়ে যাবে ভিআইপি-সহ একাধিক সড়কে।

Related Articles