রাজ্যের খবর

গ্রামীণ সড়কের বৈপ্লবিক বদল আনতে রাস্তাশ্রী প্রকল্প রূপায়ণ

Road devlopment project in Malda

The Truth of Bengal: গৌড়বঙ্গে যোগাযোগের নিঃশব্দ বিপ্লব হচ্ছে। চলাচলের রাস্তা নিয়ে যাতে কোথাও কোনও খামতি না থাকে সেজন্য নজর বাড়াচ্ছে প্রশাসন। এবার মালদার হরিশচন্দ্রপুরের মশালদহ-দৌলতনগরে ৪ কোটি ৮১ লক্ষ টাকা ব্যয়ে নতুন রাস্তার শিলান্যাস করা হল। দক্ষিণবঙ্গ-উত্তরবঙ্গের সেতুবন্ধনে রাস্তার যোগাযোগ বাড়ানোর পাশাপাশি মালদায় নতুন রাস্তার সংযোজন হচ্ছে। যাতে পরিকাঠামো সৃষ্টির মাধ্যমে পর্যটন থেকে ছোট শিল্পের প্রসার হয়।

উত্তরবঙ্গের পরিকাঠামোর আমূল বদল ঘটিয়ে ব্যবসার পথ খুলছে রাজ্য সরকার। রাস্তা থেকে বিদ্যুত,স্বাস্থ্যকেন্দ্র থেকে স্কুল, সবকিছুর হাল ফিরিয়ে শিল্পের তরি এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যম এখন আরাও লক্ষ্যনীয়। মূলতঃ গৌড়বঙ্গে রেশম শিল্প থেকে ক্ষুদ্র শিল্প, রোজগারের সুযোগ করে। জেলার সাধারণ মানুষের উপার্জন বাড়াতে প্রশাসন নতুন পরিকল্পনা রূপায়ণ করছে। এমএসএমইতে বাংলা যে চ্যাম্পিয়ন হয়েছে তাকে আরও চাঙ্গা করার জোরদার তত্পরতা জারি রয়েছে। তারই অঙ্গ হিসেবে মালদায় রাজ্য সড়কের মতোই ছোটখাটো রাস্তার ভোলবদল করা হচ্ছে।

আর আই ডি এফ এর তহবিল থেকে মালদার হরিশ্চন্দ্রপুর বিধানসভার অন্তর্গত মশালদহ ও দৌলতনগর গ্রাম পঞ্চায়েত এলাকার করিয়ালি বাজার থেকে, হরদম নগর পর্যন্ত ঢালাই রাস্তার শুভ শিলান্যাস করলেন প্রতিমন্ত্রী তজমুল হোসেন। রাস্তার শুভ উদ্বোধন হওয়াতে এলাকায় মানুষের মধ্যে খুশির বাতাবরণ তৈরি হয়েছে। কেন্দ্র গ্রামীণ সড়কে অর্থ বরাদ্দ না করলেও রাজ্য সাধ্যমতো অর্থ খরচ করে রাস্তার সংস্কার থেকে রাস্তা নির্মাণ করতে উদ্যোগী হয়েছে। পরিকাঠামোর মৌলিক পরিবর্তন করছে। মূল লক্ষ্য, রাস্তায় একশোদিনের কাজের শ্রমিকও জবকার্ড হোল্ডারদের কাজ দেওয়া আর যোগাযোগ বৃদ্ধি করে ব্যবসা–বাণিজ্যের শ্রীবৃদ্ধি ঘটানো। একথাই মন্ত্রী থেকে জনপ্রতিনিধি তুলে ধরছেন জনতার কাছে।

Free Access

 

Related Articles