রাজ্যের খবর
SUCI -এর ১২ ঘণ্টার ধর্মঘটের জেরে পথ অবরোধ বীরভূমের মারগ্রামে
Road blockade at Margram in Birbhum due to SUCI's 12-hour strike

Truth Of Bengal : ১২ ঘণ্টার ধর্মঘট। ১৪ই আগস্ট কলকাতার আরজি কর হাসপাতালের চিকিৎসকের মৃত্যুর ঘটনায় প্রতিবাদে মধ্যরাত্রে রাস্তায় অবস্থান বিক্ষোভ করেন মহিলারা। এই প্রতিবাদের ছাড়া দেশের সর্বোচ্চ দেখা যায়। ১৪ই আগস্ট রাত্রি বারোটার পর আর জি কর হাসপাতালে প্রমাণ লুটপাটের উদ্দেশ্যে ভাঙচুর করা হয়। তারই প্রতিবাদে আজ এস ইউ সি আই (সি) আহবানে বাংলা বন্ধের ডাক দেওয়া হয় ১২ ঘন্টা।
তবে বীরভূমের রামপুরহাট বাসস্ট্যান্ডে সকালের দিকে বেসরকারি বাস বন্ধ থাকলেও বেলা গড়িয়ে আসতে স্বাভাবিক ছন্দে বাস চলাচল করতে থাকে। আর পাঁচটা দিনের মতন শহরের প্রত্যেকটা দোকানে খোলা আছে। পাশাপাশি দিন সকল কর্মী সমর্থক নিয়ে এস ইউ সি আই এর পক্ষ থেকে বীরভূমের মারগ্রাম মোড়ে আধ ঘন্টার পথ অবরোধ করেন।