
The Truth of Bengal: বড়দিনের রাতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম দেবপ্রিয় বর্মন। বয়স ২৭। যুবক মেটেলি বাজারের নেপালি লাইন এলাকার বাসিন্দা ছিলেন। যুবকের এই মৃত্যুর ঘটনায় সমগ্র মেটেলি বাজার এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।
জানা যায়, সোমবার বিকেলে দেবপ্রিয় তাঁর এক বন্ধুকে নিয়ে বাইকে করে সামসিং এলাকায় ঘুরতে যায়। রাতে বাইকে করে সামসিং থেকে মেটেলি ফেরার পথে সড়কের ধারে তারা নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা তাদের সড়কের ধারে আহত অবস্থায় পরে থাকতে দেখে খবর দেয় মেটেলি থানায়।
মেটেলি থানার পুলিশ গিয়ে তাদের রাত্রেই মাল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক দেবপ্রিয়কে মৃত বলে ঘোষণা করে। অপর বন্ধুকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। দেহ ময়নাতদন্তের জন্য মঙ্গলবার জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।
Free Access