মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার আগে পূর্ব মেদিনীপুরে পথ দুর্ঘটনা, মৃত ৪, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর
Road accident in East Medinipur ahead of Mamata Banerjee's meeting, 4 dead

The Truth Of Bengal : পূর্ব মেদিনীপুরের মারিশদায় পথদুর্ঘটনা, মৃত চার। দইসাইতে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষ এ দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের। গ্যাস কাটার দিয়ে চারজনের দেহ বার করে নিয়ে আসা হয়। কলকাতা গামী বাস ও দীঘাগামী পর্যটক এর গাড়ির মধ্যে সংঘর্ষ হয় বলে পুলিশের প্রাথমিক অনুমান। দুর্ঘটনাগ্রস্থ বাসটিকে আটক করে পুলিশ। অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে।
গাড়িটির নাম্বার প্লেট অনুযায়ী নদীয়ার গাড়ি বলে মনে করছে পুলিশ। নিহতরা প্রত্যেকেই নদীয়ার বাসিন্দা বলে জানা যাচ্ছে। সংঘর্ষের মুখে পড়া বাসটির যাত্রীদের কয়েকজন সামান্য আঘাত পায়। দুর্ঘটনার কারণে জাতীয় সড়কে যানজট তৈরি হয়। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর সফরের আগে জাতীয় সড়কে দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্য।
মর্মান্তিক এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হেন্ডেলে মৃত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী একই সঙ্গে নিহতদের আর্থিক ক্ষতিপূরণের আশ্বাস মমতার।
জেনে মর্মাহত হয়েছি যে, আজ সকালে পূর্ব মেদিনীপুরের মারিশদায় একটা পথ দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। আমি নিহতদের পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব – সকলকে আমার আন্তরিক সমবেদনা জানাই। জেলা প্রশাসন সমস্ত সাহায্য করবে, সব ব্যবস্থা নিচ্ছে। রাজ্য সরকারের তরফ থেকে নিহতদের পরিবারকে…
— Mamata Banerjee (@MamataOfficial) May 16, 2024